Salap

Howrah: মর্মান্তিক! সলপে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক নিয়ে সেতু থেকে ৩০ ফুট নীচে, মৃত্যু দম্পতির

সূত্রের খবর, আত্মীয়ের বাড়িতে নিমন্ত্রণে গিয়েছিলেন ওই দম্পতি। পথে ভয়ঙ্কর দুর্ঘটনায় প্রাণ গেল দু’জনেরই। পুলিশ তাঁদের দেহ উদ্ধার করে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হাওড়া শেষ আপডেট: ১৭ জুলাই ২০২২ ১১:১৮
Share:

আত্মীয়ের বাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনা। নিজস্ব চিত্র।

পথ দুর্ঘটনায় মৃত্যু হল দম্পতির। নিয়ন্ত্রণ হারিয়ে বাইক নিয়ে সেতু থেকে প্রায় তিরিশ ফুট নীচে গিয়ে পড়েন তাঁরা। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুর থানার অন্তর্গত সলপ এলাকায়। পুলিশ সূত্রে খবর, হাওড়ার ইছাপুরে আত্মীয়ের বাড়িতে পুজো দেখতে গিয়েছিলেন প্রসেনজিৎ সিংহ ও তনুশ্রী সিংহ নামে ওই দম্পতি।

Advertisement

শনিবার রাত বারোটা নাগাদ পাকুড়িয়া এলাকায় বাড়িতে ফিরছিলেন। সলপ ব্রিজে থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে সেতুর গার্ড ওয়ালে ধাক্কা মারে বাইকটি। তার পর স্বামী-স্ত্রী দু’জনেই ছিটকে পড়েন সেতুর নীচে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাইকের গতি বেশি থাকায় এই দুর্ঘটনা। রাতে টহলদারি করতে গিয়ে পুলিশ তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। যদিও চিকিৎসকেরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্তে শুরু করেছে ডোমজুড় থানার পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন