Chandannagar Police Commissionerate

২ বছরে কোটি টাকার বেশি উদ্ধার, সাইবার অপরাধ দমনে সাফল্য চন্দননগর কমিশনারেটের

অনলাইন প্রতারণা, ব্যাঙ্ক থেকে টাকা লোপাটের মতো ঘটনায় এখনও পর্যন্ত সাড়ে তিন হাজার অভিযোগ দায়ের হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

চুঁচুড়া শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০২১ ১৯:৩৬
Share:

চুঁচুড়া রবীন্দ্র ভবনে অভিযোগকারীদের ফিরিয়ে দেওয়া হচ্ছে মোবাইল। নিজস্ব চিত্র।

দু’বছরে কোটি টাকার বেশি উদ্ধার করেছে চন্দননগর পুলিশের সাইবার সেল। পাশাপাশি হারানো মোবাইল উদ্ধারেও দৃষ্টান্ত স্থাপন করেছে চন্দননগর কমিশনারেট। এমনটাই দাবি পুলিশকর্তাদের।

Advertisement

২০১৯ সালে চন্দননগর কমিশনারেট সাইবার সেল তৈরি করে। সাইবার সেলের ওসি উৎপল সাহা জানিয়েছেন, অনলাইন প্রতারণা, ব্যাঙ্ক থেকে টাকা লোপাটের মতো ঘটনায় এখনও পর্যন্ত সাড়ে তিন হাজার অভিযোগ দায়ের হয়েছে। তিনি আরও জানিয়েছেন, যাঁরা অভিযোগ জারি করেছেন তাঁদের মধ্যে দেড় হাজার জন তাঁদের লোপাট হওয়া টাকা ফেরত পেয়েছেন যার পরিমাণ এক কোটি টাকারও বেশি। এমন অভিযোগের ক্ষেত্রে শুধু এ রাজ্য নয় ভিন্‌রাজ্য থেকেও টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে। উৎসবের মরসুমে প্রতারকদের ফাঁদে পা না দেওয়ার বার্তাও দিয়েছে সাইবার সেল।

Advertisement

টাকা উদ্ধারের পাশাপাশি হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধারের ক্ষেত্রেও নজির গড়েছে চন্দননগর পুলিশ। শনিবার চুঁচুড়া থানা এলাকার বাসিন্দাদের ১৩০টি মোবাইল ফিরিয়ে দেওয়া হয়। চুঁচুড়া রবীন্দ্রভবনে চন্দননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা উপস্থিত হয়ে মোবাইলগুলি ফিরিয়ে দেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন