Durga Puja 2021

Durga Puja 2021: শোলা অমিল, মা দুর্গার সাজে এ বার রঙিন কাগজ!

সাবেক শোলার সাজের জায়গা নিতে পারে রঙিন কাগজের সাজ!

Advertisement

সুব্রত জানা

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২১ ০৭:১৬
Share:

প্রতীকী ছবি।

সাম্প্রতিক বন্যার জেরে এ বার অনেক জায়গায় পাল্টে যেতে পারে মা দুর্গার সাজ। সাবেক শোলার সাজের জায়গা নিতে পারে রঙিন কাগজের সাজ!

Advertisement

এমনই আশঙ্কার কথা শোনাচ্ছেন শোলাশিল্পী এবং ব্যবসায়ীরা। কারণ, বন্যায় ধান-আনাজের পাশাপাশি শোলা চাষেও বিস্তর ক্ষতি হয়েছে। মূলত, হাওড়া, হুগলি এবং দুই মেদিনীপুরে শোলা চাষ হয়। তা ছাড়াও, পতিত জমি, জলাজমি কিংবা নয়ানজুলিতেও শোলা উৎপন্ন হয়। কিন্তু এখন ভাল শোলা পেতে কালঘাম ছুটে যাচ্ছে শিল্পীদের। তা জোগাড় হলেও প্রতিমার সাজের দাম পড়ে যাচ্ছে দ্বিগুণ। তাই উলুবেড়িয়ার অনেক শিল্পী শোলা ছেড়ে প্রতিমার জন্য রঙিন কাগজের সাজ তৈরি শুরু করেছেন। উদ্যোক্তারাও তা-ই চাইছেন বলে তাঁদের দাবি।

পূর্ব মেদিনীপুরের ভোগপুরের শেখ সাহানুজ নামে এক শোলা বিক্রেতা বলেন, ‘‘যে সব জায়গায় শোলা উৎপাদন হয়, বন্যায় সেই সব এলাকা ডুবে গিয়েছিল। সব শোলা জল থেকে তোলা সম্ভব হয়নি। কিছুটা তোলা গেলেও ট্রেন বন্ধের জন্য বিক্রি করতে যাওয়া সম্ভব হচ্ছে না।’’

Advertisement

এ অবস্থায় একমাত্র ভরসা শিল্পীদের ঘরে মজুত কিছু শোলা। উলুবেড়িয়া বাণীবনের শোলাশিল্পী প্রণব দাঁ’র আক্ষেপ, ‘‘শোলার অভাবে মৃৎশিল্পীদের কাছ থেকে দেবীর সাজের বরাত নেওয়া বন্ধ করে দিতে হয়েছে। যাঁরা এসে পাড়ায় পাড়ায় শোলা দিয়ে যেতেন, তাঁরা আসছেন না। যতটুকু শোলা তাঁদের ঘরে আছে, সেটা ট্রেন বন্ধের জন্য নিতে যাওয়া সম্ভব হচ্ছে না। অন্য যানবাহনে আনলে দাম দ্বিগুণ পড়ে যাচ্ছে।’’

শিল্পীরা জানান, গত বছর বান্ডিলপ্রতি ভাল শোলার দাম ছিল ২০০-২৫০ টাকা। এ বার বান্ডিলপ্রতি তাঁদের শোলা কিনতে হচ্ছে ৬০০-৬৫০ টাকায়। ফলে, প্রতিমার সাজের দামও দ্বিগুণ হয়ে যাচ্ছে। উলুবেড়িয়ার যদুরবেড়িয়ার দিলীপ খামরুই এ বার শোলা ছেড়ে রঙিন রাগজের চাঁদমালা তৈরি করছেন। তাঁর কথায়, ‘‘শোলার দাম অত্যধিক বেড়ে যাওয়ায় লাভ হবে না। সেই চাঁদমালা বিক্রি করতে নাজেহাল হচ্ছিলাম। তাই রঙিন কাগজের চাঁদমালা তৈরি করছি। অনেক কম দামে বিক্রি হচ্ছে।’’

শিল্পীরা জানান, সাধারণত রথের পর থেকেই শোলার চাহিদা বাড়তে থাকে। একের পর এক বরাত আসতে থাকে। পুজো উদ্যোক্তাদের কাছ থেকে গয়নার বরাতও নেওয়া হয়। কিন্তু এ বছর সব বন্ধ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement