Tender Cancelled

পদ্ধতিতে ‘ত্রুটি’,২২ কোটির দরপত্রবাতিল হুগলিতে

জেলা পরিষদের একটি সূত্রের খবর, বিধি অনুযায়ী প্রত্যেকটি নির্মাণের ক্ষেত্রে আলাদা দরপত্র ডাকা উচিত। কিন্তু এ ক্ষেত্রে মাত্র চারটি দরপত্র ডাকা হয়েছিল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ জুলাই ২০২৫ ০৮:৪৩
Share:

হুগলি জেলা পরিষদ।

পদ্ধতিগত ত্রুটি থাকার নির্দিষ্ট অভিযোগ পেয়ে রাজ্য প্রশাসনের সর্বোচ্চ মহলের নির্দেশে হুগলিতে স্বাস্থ্যকেন্দ্র নির্মাণে ২২ কোটি টাকার দরপত্র (টেন্ডার) প্রক্রিয়া বাতিল করা হল। হুগলি জেলা পরিষদের অর্থ-সহ সব দফতরের পদাধিকারীদের নিয়ে শুক্রবার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ওই টাকায় ৩১টি স্বাস্থ্যকেন্দ্র তৈরির কথা।

জেলা পরিষদের একটি সূত্রের খবর, বিধি অনুযায়ী প্রত্যেকটি নির্মাণের ক্ষেত্রে আলাদা দরপত্র ডাকা উচিত। কিন্তু এ ক্ষেত্রে মাত্র চারটি দরপত্র ডাকা হয়েছিল। তার মধ্যে একটিতেই ছিল ১৩ কোটি টাকার কাজ। টাকার বড় অঙ্কের কারণে বেশি সংস্থা দরপত্রে যোগ দিতে পারেনি। প্রতি ক্ষেত্রে মাত্র চারটি করে সংস্থা যোগ দিয়েছিল। অভিযোগ, মূলত জেলা পরিষদের একাংশের ‘পেটোয়া’ লোকজনকে কাজ পাইয়ে দিতেই এই ব্যবস্থা।

দরপত্র প্রক্রিয়ায় পদ্ধতিগত ত্রুটির কথা মানেননি সভাধিপতি রঞ্জন ধাড়া। তবে, ওই প্রক্রিয়া বাতিলের কথা স্বীকার করেছেন। এ ব্যাপারে তাঁর যুক্তি, ‘‘পদ্ধতিগত ত্রুটি নয়। আমরা দেখলাম, মহকুমা অনুয়ায়ী কাজ ভাগ করে দিলে ওই সব স্বাস্থ্যকেন্দ্র তৈরির সময় পরিদর্শন এবং দেখভালে সুবিধা হবে। আর রাজ্য থেকেও মহকুমাভিত্তিক তালিকা দেওয়া হল। সেই কারণেই আমাদের এই পদক্ষেপ।’’

দরপত্র প্রক্রিয়া নিয়ে আপত্তি তুলেছিল ঠিকাদারদের সংস্থা ‘অ্যাসোসিয়েশন অব হুগলি ডিস্ট্রিক্ট কো-অপারেটিভ ইঞ্জিনিয়ার্স’। তাদের তরফে অভিযোগ জানানো হয় প্রশাসনিক মহলে।

ওই সংস্থার এক পদাধিকারীর দাবি, প্রাথমিক ভাবে ওই অভিযোগে আমল দেওয়া হয়নি। তখন তাঁরা পঞ্চায়েত ও স্বাস্থ্য দফতর-সহ রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক মহলে অভিযোগ জানান নথি-সহ। তাঁর সংযোজন, ‘‘এই কাজে জেলা বাস্তুকারদেরও একাংশ জড়িত। আমাদের সেই অভিযোগে মানাত্য দিয়ে অবিলম্বে দরপত্র প্রক্রিয়া বাতিলের কথা বলা হয় জেলা পরিষদকে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন