Crime Against Women

ধর্ষণ! হাওড়ায় গৃহশিক্ষিকার স্বামীকে গ্রেফতার করল পুলিশ

গত ৯ অগস্ট বিকেলে যখন ওই গৃহশিক্ষিকা বাপের বাড়িতে গিয়েছিলেন, সেই সময় ঘরে একা ছিলেন তাঁর স্বামী।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ অগস্ট ২০২৫ ০৩:৪৩
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

গৃহশিক্ষিকার স্বামীর হাতে ধর্ষণের শিকার এক নাবালিকা। গত ৯ অগস্ট ঘটনাটি ঘটে লিলুয়া থানার অন্তর্গত জগদীশপুরে। পুলিশ এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে। ধৃতকে বৃহস্পতিবার হাওড়া আদালতে পেশ করা হয়।

Advertisement

পুলিশ সূত্রে খবর, গত ৯ অগস্ট বিকেলে যখন ওই গৃহশিক্ষিকা বাপের বাড়িতে গিয়েছিলেন, সেই সময় ঘরে একা ছিলেন তাঁর স্বামী। নাবালিকা ছাত্রী এক জন বন্ধুকে সঙ্গে নিয়ে শিক্ষিকার বাড়িতে গিয়েছিল বেতন দিতে। সেই সময় শিক্ষিকার স্বামী ছাত্রীর বন্ধুকে বাড়ি পাঠিয়ে দিয়ে তাকে ঘরে ডেকে নেয়। তার পর তাকে অভিযুক্ত ধর্ষণ করেন বলে অভিযোগ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাবালিকা বাড়ি ফিরে গোটা ঘটনা জানায় পরিবারকে। তার পরেই থানায় অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতেই গ্রেফতার হয়েছেন অভিযুক্ত। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা শুরু করেছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement