Hooch

ধানের গোলায় লুকনো চোলাই, উদ্ধার পুলিশ ও আবগারি দফতরের যৌথ অভিযানে

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চোলাই কারবারিদের বাড়ির ধানের গোলার ভিতর থেকে উদ্ধার হয়েছে প্রায় ২০০ লিটার চোলাই মদ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ জুন ২০২১ ১২:০৭
Share:

পুকুর থেকে উদ্ধার করা হয়েছে মদ। নিজস্ব চিত্র

ধানের গোলার ভিতর থেকে বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার পাণ্ডুয়া থানার পুলিশ এবং আবগারি দফতর যৌথ অভিযান চালায় বৈঁচিগ্রামের উত্তরপাড়া নৌকাঘাট এলাকায়। উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ মদ তৈরির সরঞ্জামও।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চোলাই কারবারিদের বাড়ির ধানের গোলার ভিতর থেকে উদ্ধার হয়েছে প্রায় ২০০ লিটার চোলাই মদ। এ ছাড়া আরও কয়েকটি বাড়িতে এবং পুকুরে নেমে তল্লাশি চালানো হয়। সেখান থেকেও বিপুল পরিমাণে মদ এবং মদ তৈরির সরঞ্জাম উদ্ধার হয়েছে। পুলিশের দাবি, প্রায় ১০০ লিটার তৈরি মদ এবং প্রায় দেড় হাজার লিটার মদ তৈরির উপকরণ উদ্ধার করা হয়েছে।

এর আগেও ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। তবে মদ কারবারিরা গা ঢাকা দেওয়ায় কাউকে গ্রেফতার করা যায়নি। উদ্ধার করা মদ এবং মদ তৈরির সরঞ্জাম নষ্ট করে দেওয়া হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement