coronavirus

Duarey Sarkar: শিবিরে ভিড় কমাতে নয়া পদক্ষেপ হাওড়ায়

১৬ অগস্ট থেকে জেলা জুড়ে শুরু হয়েছে ‘দুয়ারে সরকার’ কর্মসূচি। এ জন্য পঞ্চায়েতভিত্তিক শিবির হচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ২১ অগস্ট ২০২১ ০৭:৫৭
Share:

ফাইল চিত্র।

দুয়ারে সরকার’-এর শিবিরগুলির ভিড় কমাতে আজ, শনিবার থেকে হাওড়া জেলায় কিছু নয়া পদক্ষেপ করা হচ্ছে। তার মধ্যে বেশি জোর দেওয়া হয়েছে মূল শিবিরের সঙ্গে একাধিক অতিরিক্ত শিবির আয়োজনে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্লক প্রশাসনগুলিকে বলে দেওয়া হয়েছে, মূল শিবির এবং অতিরিক্ত শিবির এমন ভাবে করতে হবে, যাতে কোনও শিবিরে হাজিরা মোটের উপরে দেড় হাজার না ছাড়ায়। কোভিড-বিধির স্বার্থেই নয়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রের খবর।

Advertisement

জেলাশাসক বলেন, ‘‘সব পঞ্চায়েতেই যে শিবিরের সংখ্যা বাড়াতে হবে, তার কোনও মানে নেই। অনেক ছোট পঞ্চায়েত আছে, সেখানে হয়তো মূল শিবিরের সঙ্গে একটি অতিরিক্ত শিবির করলেই চলবে। আবার বড় পঞ্চায়েতে এই সংখ্যা বাড়তে পারে। মোদ্দা কথা হল কোভিড নিয়ন্ত্রণ। সেটা করতে হলে ভিড় কমাতেই হবে।’’

১৬ অগস্ট থেকে জেলা জুড়ে শুরু হয়েছে ‘দুয়ারে সরকার’ কর্মসূচি। এ জন্য পঞ্চায়েতভিত্তিক শিবির হচ্ছে। মহিলাদের জন্য ‘দুয়ারে সরকার’ কর্মসূচি থেকেই শুরু হয়েছে ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্প। এর সুবিধা নিতে মহিলাদের যা ভিড় হচ্ছে, তাতে কোভিড-বিধি চৌপাট হওয়ার উপক্রম হয়েছে। যা জেলা প্রশাসনের কাছে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

Advertisement

গ্রামীণ হাওড়ায় এতদিন ধরে যে মূল শিবিরগুলি হচ্ছে, তার সঙ্গে অবশ্য একটি করে অতিরিক্ত শিবিরে শুধুমাত্র ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে। কিন্তু এতে ভিড় খুব একটা কমছে না। সম্প্রতি বিভিন্ন ব্লকের বিডিওদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স করেন জেলাশাসক মুক্তা আর্য। সেখানেই ভিড় কমানোর জন্য মূল শিবিরের সঙ্গে অতিরিক্ত শিবিরের সংখ্যা বাড়ানোর জন্য তিনি নির্দেশ দেন বলে জেলা প্রশাসন সূত্রের খবর।

জেলা প্রশাসন সূত্রের খবর, শিবিরগুলিতে যেহেতু মহিলাদের ভিড় বেশি হচ্ছে, সেই কারণে মহিলাদের জন্য বিশেষ কিছু ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে। প্রতিটি শিবিরে মহিলাদের জন্য পর্যাপ্ত শৌচাগার এবং যে সব মহিলা তাঁদের শিশুসন্তানদের সঙ্গে আনবেন, তাঁদের জন্য ‘ব্রেস্ট ফিডিং সেন্টার’ করার জন্যেও ব্লক প্রশাসনগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন ব্লক প্রশাসন থেকে অবশ্য জানানো হয়েছে, ইতিমধ্যেই তারা বিভিন্ন শিবিরে মহিলাদের সুবিধার্থে এই সব ব্যবস্থা নিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement