(বাঁ দিকে) পুরস্কার রাখার আলমারি এবং বুলা চৌধুরী (ডান দিকে)। —ফাইল চিত্র।
পদ্মশ্রী সাঁতারু বুলা চৌধুরীর বাড়িতে পদক চুরির ঘটনা গ্রেফতার করা হল মূল অভিযুক্তকে। এই ঘটনায় মোট দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা গিয়েছে বাকি পদক এবং পদ্মশ্রীর ছোট স্মারকটিও।
গত ১৫ অগস্ট, হুগলির হিন্দমোটর দেবাইপুকুরে প্রাক্তন সাঁতারুর বাড়িতে চুরির ঘটনা প্রকাশ্যে আসে। তাঁর দাবি, পেশাজীবনের প্রাপ্ত যাবতীয় পদক রাখা ছিল ঘরের একটি আলমারিতে। সেখান থেকে সব কিছু চুরি হয়ে গিয়েছে। রাষ্ট্রপতির দেওয়া পদ্মশ্রী পুরষ্কারের মূল পদকটি বুলার কসবার বাড়িতে রয়েছে। হিন্দমোটরের বাড়িতে তার পদ্মশ্রীর ছোট পদকটি ছিল। অভিযোগ, বাড়ির পিছনের দরজা ভেঙে চোর ঢুকে সমস্ত পদক নিয়ে যায়। পুলিশ তদন্তে নেমে ৪০ ঘণ্টার মধ্যে এক জনকে গ্রেফতার করে এবং তার কাছ থেকে ২৯৫ টি পদক উদ্ধার করে।
বুলা হিন্দমোটরের বাড়িতে নিয়মিত থাকেন না। কলকাতায় বসে চুরির খবর পান। ফাঁকা বাড়ি থেকে পদ্মশ্রী স্মারক-সহ সমস্ত পদক চুরি হয়ে গিয়েছে শুনে কেঁদে ফেলেন তিনি। অন্য দিকে, চুরির ঘটনার তদন্তে নামে সিআইডি। আগেই পুলিশ বেশ কয়েক জন সন্দেহভাজনকে আটক করেছিল। তাঁদের মধ্যে এক জনকে জিজ্ঞাসাবাদ করে চুরির তথ্য মেলে পুলিশ সূত্রে খবর। রবিবার সকালে ‘চোর’কে নিয়ে উত্তরপাড়া থানা থেকে শ্রীরামপুর ডিসিপি অফিসে নিয়ে যায় পুলিশ।
বুলা জানিয়েছিলেন, তাঁর সব পদক এবং বেশ কিছু আন্তর্জাতিক পদক উদ্ধার হয়নি। তবে পুলিশের কাজে তিনি খুশি। শ্রীরামপুরের ডিসিপি অর্ণব বিশ্বাস প্রাক্তন সাঁতারুকে আশ্বাস দিয়েছিলেন, বাকি পদক উদ্ধারের সব রকম চেষ্টা করা হবে।
সেই মতো উত্তরপাড়া থানার আইসি অমিতাভ সান্যালের নেতৃত্বে একটি দল এই চুরির ঘটনার তদন্ত চালিয়ে যায়। এই ঘটনায় আরও এক জনকে গ্রেফতার করে পুলিশ মনে করছে সে-ই মূল অভিযুক্ত। তার কাছ থেকে বেশ কিছু পদক ও পদ্মশ্রী পদকটিও উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।