Arrest

সিভিক ভলান্টিয়ার ‘সেজে’ চুরি! হাওড়ার গ্রেফতার যুবক

গত মাসে হাওড়ার ঘুসুড়িতে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর রিয়াজ আহমেদের বাড়িতে চুরির ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে যে ছবি ধরা পড়েছিল, তাতে চাঞ্চল্য ছড়ায়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ মে ২০২৫ ২৩:২৩
Share:

— প্রতীকী চিত্র।

সিভিক ভলান্টিয়ার সেজে চুরি। গ্রেফতার এক যুবক। হাওড়ার জগতবল্লভপুর থানার পুলিশ তাঁকে গ্রেফতার করেছে।

Advertisement

গত মাসে হাওড়ার ঘুসুড়িতে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর রিয়াজ আহমেদের বাড়িতে চুরির ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে যে ছবি ধরা পড়েছিল, তাতে চাঞ্চল্য ছড়ায়। কারণ, ছবিতে দেখা যায়, এক সিভিক ভলান্টিয়ার পাখা চুরি করে নিয়ে যাচ্ছেন। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই শনিবার এক যুবককে সিভিক ভলান্টিয়ারের পোশাক পরে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখা যায় জগতবল্লভপুরের রামেশ্বরপুর গ্রামে। সেখানে কালীপুজোর প্রস্তুতি চলছিল। কর্তব্যরত অন্য সিভিকেরা জানান, এক জন অপরিচিত সিভিকের পোশাক পরে ঘুরছেন। খবর পেয়ে জগতবল্লভপুর থানার পুলিশ এসে তাঁকে থানায় নিয়ে যায়।

পুলিশ সূত্রে খবর, হাওড়ার বালিটিকুরি এলাকার বাসিন্দা ওই যুবকের নাম সৌরভ চট্টোপাধ্যায়। জেরায় জানা যায়, প্রাক্তন কাউন্সিলরের বাড়ি-সহ একাধিক জেলায় তিনি চুরির ঘটনার সঙ্গে যুক্ত। সিভিক ভলান্টিয়ার সেজে তিনি চুরি করেন। যদিও যুবকের দাবি, তিনি পুলিশের হয়ে পার্কিংয়ের টাকা তোলেন কলকাতা ফুলবাজার এলাকায়। সেই কাজের জন্য সিভিকের পোশাক পেয়েছেন তিনি। তবে তাঁর দাবির সত্যতা কতটা, তা তদন্ত করে দেখছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement