Child Kidnapped in Howrah

নিজেই নিজের ছেলেকে অপহরণের ছক! হাওডা়র দাসনগরে ‘অপহৃত’ শিশু উদ্ধার হল দক্ষিণেশ্বরে

অংশুমান সিংহ নামে আট বছরের ওই শিশুর মা সঙ্গীতা সিংহ দাবি করেন, প্রকাশ্য রাস্তায় কয়েক জন দুষ্কৃতী সাদা গাড়িতে চেপে এসে তাঁর ছোট ছেলেকে তুলে নিয়ে চলে গিয়েছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২২ জুন ২০২৫ ২৩:৪৯
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

প্রকাশ্য রাস্তা থেকে শিশুকে অপহরণ করে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা! এমনই অভিযোগ নিয়ে শনিবার পুলিশের দ্বারস্থ হয়েছিলেন মা। রবিবার দক্ষিণেশ্বর থেকে 'অপহৃত' সেই শিশুকে উদ্ধার করল পুলিশ। জানা গেল, দুষ্কৃতীরা নয়, নিজে হাতে ছেলেকে গাড়িতে তুলে দিয়েছিলেন মা-ই।

Advertisement

শনিবার ঘটনাটি ঘটে হাওড়ার দাসনগরে। অংশুমান সিংহ নামে আট বছরের ওই শিশুর মা সঙ্গীতা সিংহ দাবি করেন, শনিবার তিনি তাঁর দুই সন্তান আয়ুশ ও অংশুমানকে নিয়ে ডোমজুড়ের বাড়ি থেকে দাসনগরে গিয়েছিলেন। সেখান থেকে তিন জন পায়ে হেঁটে বালিটিকুরি এলাকায় যাচ্ছিলেন। অভিযোগ, তখনই কয়েক জন সাদা গাড়িতে চেপে এসে তাঁর ছোট ছেলেকে তুলে নিয়ে চলে যান।

পুলিশকে সঙ্গীতা জানান, বালিটিকুরি থেকে আরুপাড়া পর্যন্ত যে ফাঁকা রাস্তা রয়েছে, সেখানেই এই ঘটনাটি ঘটে। শিশুর মায়ের অভিযোগের ভিত্তিতে তৎপরতার সঙ্গে তদন্তে নামেন দাসনগর থানা ও সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে জানা যায়, সঙ্গীতা নিজেই গাড়িতে তুলে দিয়েছিলেন অংশুমানকে। তখনই সন্দেহ হয় পুলিশের। জিজ্ঞাসাবাদে সঙ্গীতা স্বীকার করেন, গোটি ঘটনাটিই ছিল সাজানো। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চ্যাটার্জিহাট এলাকায় একটি পকসো মামলার সাক্ষী হয়েছিলেন সঙ্গীতা। যাঁর বিরুদ্ধে মামলা, তিনি সঙ্গীতার বিরুদ্ধে পাল্টা চুরির মামলা করেন। তাই তাঁকে ফাঁসানোর জন্যই অপহরণের নাটক ফেঁদেছিলেন সঙ্গীতা। রবিবার দুপুরে দক্ষিণেশ্বর থেকে আট বছরের ওই শিশুকে উদ্ধার করেছে দাসনগর থানার পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement