— প্রতীকী চিত্র।
কালীপুজোর রাতে বেলুড়ে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য তৈরি হল। শুভঙ্কর বড়ুয়া নামে ওই ব্যক্তি বেলুড়ের বিভূতিভূষণ ব্যানার্জি লেনের বাসিন্দা। সোমবার গভীর রাতে তাঁর বাড়ির লোকজন খবর পান, যে তিনি বাড়ি থেকে কিছুটা দূরে একটি বন্ধ দোকানের সামনে পড়ে রয়েছেন। খবর পেয়েই তাঁরা সেখানে ছুটে যান। পরিবার জানিয়েছে, তখনও তিনি জীবিত ছিলেন। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। পরিবারের অভিযোগ, শুভঙ্করকে মারধর করা হয়েছে। ঘটনাস্থলে যায় পুলিশ।
পুলিশ এলাকায় বসানো সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে। ওই যুবকের বন্ধু এবং অন্য কয়েক জনকে জিজ্ঞাসাবাদ করছে। স্থানীয় সূত্রের খবর, সোমবার রাতে পরিচিত কয়েক জনের সঙ্গে বসে মদ্যপান করেছিলেন তিনি। তাঁর মোবাইল ফোনও খতিয়ে দেখা হচ্ছে।
প্রাথমিক ভাবে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। ময়নাতদন্তে রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।