Drowned in Ganges

ঘাটে চটি রেখে জোয়ারের সময়ে কোন্নগরে গঙ্গায় নেমে পড়লেন বৃদ্ধ! দীর্ঘ দিন ভুগছিলেন অবসাদে

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কোন্নগর সুইমিং ক্লাব এলাকায় থাকতেন পঙ্কজ। এক সময় ফুটবল মাঠে রেফারি ছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২৫ ২২:৩৭
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

কোন্নগরে গঙ্গায় নেমে তলিয়ে গেলেন এক বৃদ্ধ। মঙ্গলবার রাত পর্যন্ত তাঁর খোঁজ মেলেনি। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত কয়েক দিন ধরে অবসাদে ভুগছিলেন ৭১ বছরের পঙ্কজ পাত্র। প্রত্যক্ষদর্শীদের দাবি, জোয়ারের স্রোতে ভেসে যাওয়ার সময়ে বৃদ্ধ আত্মরক্ষার চেষ্টা করেননি।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কোন্নগর সুইমিং ক্লাব এলাকায় থাকতেন পঙ্কজ। এক সময় ফুটবল মাঠে রেফারি ছিলেন তিনি। বেশ কিছু দিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন বলে পরিবার সূত্রে খবর।

মঙ্গলবার সকালে কোন্নগর সাধুর ঘাটে যান পঙ্কজ। স্নান করে গঙ্গার জল নিয়ে বাড়িতে দিয়ে আসেন তিনি। দুপুরে আবার গঙ্গার ঘাটে ফিরে যান। বেশ কিছু সময় সেখানে বসে ছিলেন। তার পরে যখন তিনি গঙ্গায় নামেন, তখন সেখানে জোয়ার ছিল। তাঁকে বাঁচাতে সে সময় স্থানীয় দুই যুবক গঙ্গায় নামেন। কিন্তু তাঁকে উদ্ধার করতে পারেননি। এর পরে খবর দেওয়া হয় উত্তরপাড়া থানায়। ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। জলে ডুবুরি নামিয়ে তল্লাশি শুরু হয়। খবর পেয়ে গঙ্গার ঘাটে যান বৃদ্ধের আত্মীয়েরা।

Advertisement

খবর পেয়ে কোন্নগর পুরসভার চেয়ারম্যান স্বপন দাস ঘটনাস্থলে যান। তিনি জানান, প্রশাসন সব রকম চেষ্টা করছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,জোয়ার আসার সময় গঙ্গায় নেমে যান বৃদ্ধ। জোয়ারে ভেসে গেলেও বাঁচার চেষ্টা করেননি তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement