Election Commission

নজরে পরিকাঠামো উন্নয়ন! রাজ্যের কোন বুথে কী প্রয়োজন, সমীক্ষার কাজে নামছে নির্বাচন কমিশন

ভোটারদের সুবিধার্থে একটি বুথের ন্যূনতম পরিকাঠামো কী হওয়া উচিত, তা আগেই জানিয়েছিল নির্বাচন কমিশন। তারা জানিয়েছিল, ভোটগ্রহণ কেন্দ্রে টেবিল, চেয়ার, বেঞ্চ এবং বিদ্যুৎ সংযোগ থাকতে হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২৫ ১৭:৩৮
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

পরিকাঠামো উন্নয়নে কী কী প্রয়োজন, সেই বিষয়ে তথ্য জানতে রাজ্যের প্রায় ৯৪ হাজার বুথে সমীক্ষার কাজে নামতে চলেছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, রাজ্য সরকারের অধীনস্থ একটি সংস্থাকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে। বুথে বুথে গিয়ে তাদের সরজমিনে খতিয়ে দেখতে হবে। কোন বুথে কী প্রয়োজন, সেই রিপোর্ট দিতে হবে। সেই রিপোর্টের ভিত্তিতেই পদক্ষেপ করবে কমিশন।

Advertisement

ভোটারদের সুবিধার্থে একটি বুথের ন্যূনতম পরিকাঠামো কী হওয়া উচিত, তা আগেই জানিয়েছিল নির্বাচন কমিশন। তারা জানিয়েছিল, ভোটগ্রহণ কেন্দ্রে টেবিল, চেয়ার, বেঞ্চ এবং বিদ্যুৎ সংযোগ থাকতে হবে। ভোটগ্রহণ কেন্দ্রে পর্যাপ্ত পানীয় জলের বন্দোবস্ত রাখতে হবে। ভোটকেন্দ্র হবে কোনও বাড়ির এক তলায়, উপরের তলায় নয়। বিশেষ ভাবে সক্ষম, অন্তঃসত্ত্বা এবং প্রবীণ ভোটারদের জন্য বসার ব্যবস্থা করতে হবে। হুইল চেয়ার ওঠানো-নামানোর জন্য র‍্যাম্প থাকবে বুথে।

বেশিরভাগ ক্ষেত্রে প্রাথমিক বা উচ্চ বিদ্যালয়ে ভোটগ্রহণ কেন্দ্র করা হয়। কমিশনের প্রাথমিক পর্যবেক্ষণ, অনেক ভোটগ্রহণ কেন্দ্রে ওই সব পরিকাঠামো নেই বলে প্রায় অভিযোগ আসে। কোথাও ভোটগ্রহণ কেন্দ্রের কক্ষের অবস্থা বেহাল, কোথাও আবার বিদ্যুৎ নেই। ফলে ভোটের দিন সমস্যা তৈরি হয়। এ বার কোন বুথে কী প্রয়োজন রয়েছে, তা জানতে সমীক্ষার কাজ করাচ্ছে কমিশন। আপাতত ঠিক হয়েছে, রাজ্য সরকারের সংস্থা ‘দ্য ম্যাকিন্টশ বার্ন লিমিটেড’ ওই সমীক্ষার কাজ করবে। তাদের প্রতিনিধিদের প্রতিটি বুথে যেতে হবে। এর পরে পরিস্থিতি খতিয়ে দেখে তারা রিপোর্ট দেবে।

Advertisement

রাজ্যে এখন মোট বুথের সংখ্যা ৮০ হাজার ৬৮১। বুথের সংখ্যা আরও প্রায় ১৩ হাজার বৃদ্ধি হচ্ছে। সে ক্ষেত্রে মোট বুথের সংখ্যা দাঁড়াবে প্রায় ৯৪ হাজার। বুথের এই শ্রেণিবিন্যাস নিয়ে ইতিমধ্যে সর্বদলীয় বৈঠক ডেকেছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। আগামী ২৯ অগস্ট ওই বৈঠক হওয়ার কথা। কমিশন সূত্রে খবর, ওই বৈঠকের পরেই ৯৪ হাজার বুথে পরিকাঠামো সমীক্ষার কাজে নেমে পড়বে সংস্থাটি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement