উদ্ধারকাজে স্থানীয়েরা। —নিজস্ব ছবি।
হাওড়ায় পথদুর্ঘটনায় প্রাণ হারালেন এক ব্যক্তি। আশঙ্কাজনক আরও চার জন। মৃত এবং আহতেরা হাওড়ারই বাসিন্দা।
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার গভীর রাতে জগৎবল্লভপুরে একটি নয়ানজুলিতে পড়ে চারচাকার একটি গাড়ি। চালক নিয়ন্ত্রণ হারানোয় ওই কাণ্ড ঘটে। গাড়িটিতে চালক-সহ ছিলেন মোট পাঁচ জন। তাঁদের এক জনের মৃত্যু হয়েছে।
জানা যাচ্ছে, গাড়িটি আমতার দিক থেকে হাওড়া শহরের দিকে যাচ্ছিল। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, রাত ১টা নাগাদ জগৎবল্লভপুরের দশ নম্বর কলোনি এলাকায় নয়ানজুলিতে উল্টে যায় গাড়িটি। তাঁরাই উদ্ধারকাজে হাত লাগিয়েছিলেন। পরে খবর পেয়ে পুলিশ যায় ঘটনাস্থলে। পাঁচ যুবককে গাড়ির ভিতর থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসকেরা তাঁদের একজনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি চার জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে।
পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির বাড়ি হাওড়ার ইছাপুর এলাকায়। আহতেরা হাওড়ার বকুলতলা এলাকার বাসিন্দা। সকলের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা হচ্ছে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি পুলিশ গাড়িটি উদ্ধার করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ।