—প্রতিনিধিত্বমূলক ছবি।
আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে দৌড়োচ্ছেন এক যুবক। তাঁকে ধরতে মরিয়া স্থানীয় কয়েক জন বাসিন্দা। ধরা পড়ার ভয়ে সেই গুলি চালালেন সেই যুবক। তাতে জখম হলেন এক ব্যক্তি। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল হাওড়ার গোলাবাড়ির উড়িয়াপাড়া এলাকায়। তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, রবিবার রাতে উত্তর হাওড়ার উড়িয়াপাড়ায় গুলি চলে। তাতে জখম হন তারক বারিক নামে এক ব্যক্তি। তাঁকে উদ্ধার করে হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন তিনি।
গুলি চলার কারণ খুঁজতে গিয়ে পুলিশ জানতে পেরেছে, রবিবার রাতে ওই এলাকায় একটি গন্ডগোল হয়। সেখানে কোনও একটি বিষয় নিয়ে তিন যুবকের বচসা হচ্ছিল। ঝগড়ার মাঝে ওই তিন জনের মধ্যে একজন পিস্তল বার করেন। স্থানীয় কয়েক জন অশান্তি থামানোর চেষ্টা করেছিলেন। তাঁরা ওই যুবকের হাত থেকে পিস্তল ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন।
ওই সময় ওই তিন যুবক-ই পালানোর চেষ্টা করেন। তাঁদের মধ্যে দু’জন স্থানীয় বাসিন্দা। একজনের নাম সুচিত সিংহ। অন্য জন, রাজ পাণ্ডে। তৃতীয় ব্যক্তি ‘বহিরাগত’ বলে দাবি করেছেন স্থানীয়েরা। তাঁর হাতেই ছিল আগ্নেয়াস্ত্র। তাঁকে ধাওয়া করেন কয়েক জন। ওই সময় অভিযুক্ত গুলি চালান। তাতে জখম হন তারক। অভিযুক্ত পাকড়াও করার চেষ্টা চালিয়ে যাচ্ছে গোলাবাড়ি থানার পুলিশ।