নরসিংহ দত্ত কলেজ। —ফাইল চিত্র।
হাওড়ার নরসিংহ দত্ত কলেজে তৃণমূল ছাত্র পরিষদের নেতার বিরুদ্ধে ওঠা অশ্লীলতার অভিযোগ নিয়ে মঙ্গলবার বাম ছাত্র সংগঠন এসএফআইয়ের মিছিল ঘিরে উত্তেজনা ছড়াল। এ দিন দুপুর তিনটে নাগাদ এসএফআইয়ের নেতা-কর্মীরা কলেজে ঢোকার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাধে। কলেজে আগে থেকেই মোতায়েন থাকা হাওড়া সিটি পুলিশের বিশাল বাহিনী আন্দোলনকারীদের আটকে দেয়। এই ঘটনায় চার ছাত্র নেতাকে আটক করেছে পুলিশ।
এসএফআইয়ের তরফে অভিযোগ, তারা মুখ্যমন্ত্রীর একটি কুশপুতুল সঙ্গে নিয়ে এগোচ্ছিল। আচমকা এক যুবক ভিড়ের মধ্যে এসে সেটি ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তৃণমূলের পাল্টা অভিযোগ, ওই যুবক শাসকদল ঘনিষ্ঠ, এমন অভিযোগ তুলে মিছিলে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করেন এসএফআইয়ের কর্মীরাই। তাঁরা কলেজের দিকে এগোতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। ব্যাঁটরা থানার পুলিশ দুই ছাত্র নেতাকে আটক করলে এসএফআইয়ের কর্মীরা পুলিশের গাড়ির সামনে বসে পড়ে স্লোগান দিতে শুরু করেন। এর পরে ছাত্র সংগঠনের আরও দুই নেতাকে আটক করে পুলিশ।
এসএফআইয়ের হাওড়া জেলা সম্পাদক সৌরভ মণ্ডল বলেন, ‘‘দীর্ঘদিন ধরে ছাত্র সংসদের ভোট হয় না। গোটা রাজ্যে তৃণমূল কলেজগুলি দখল করে নৈরাজ্য চালাচ্ছে। নরসিংহ দত্ত কলেজেও পড়ুয়াকে যৌনাঙ্গ দেখাতে বাধ্য করেছে তৃণমূল ছাত্র পরিষদের নেতা।'’ শেষে ব্যাঁটরা থানার সামনে বিক্ষোভ দেখিয়ে মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করেন বাম ছাত্রকর্মীরা।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে