গীতারানি সাউ।
রাতভর নিখোঁজ থাকার পরে মঙ্গলবার সকালে প্রতিবেশীর বাগানের পাতকুয়ো থেকে গলার নলি কাটা অবস্থায় এক মহিলার দেহ উদ্ধার হল। ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুড়ের খাটোরা গ্রামে। মৃতার নাম গীতারানি সাউ (৬৬)। বাড়ির লোকেদের অভিযোগ, তাঁকে খুন
করা হয়েছে।
হাওড়া সিটি পুলিশের এসিপি সাউথ (১) কামারুজ্জামান মোল্লা বলেন, ‘‘ওই মহিলার গলায় কাটা দাগ এবং মাথায় আঘাতের চিহ্ন ছিল। তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ পরিষ্কার হবে।’’
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গীতারানি প্রতি দিন গরুর জন্য মাঠে ঘাস কাটতে যেতেন। সোমবার বেলা ১২টা নাগাদ তিনি ওই কাজে বেরিয়েছিলেন। বিকেল গড়িয়ে গেলেও না ফেরায় বাড়ির লোকেরা খোঁজাখুঁজি শুরু করে। রাতে ডোমজুড় থানায় নিখোঁজ সংক্রান্ত ডায়েরি করা হয়। মঙ্গলবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে ওই পাতকুয়োয় তাঁর দেহ দেখতে পান প্রতিবেশীরা। পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাওড়া হাসপাতালে পাঠায়। পরিবারের তরফে থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়। দুষ্কৃতীরা গীতারানির কানের দুল এবং নাকছাবি হাতিয়ে নেয় বলেও তাদের অভিযোগ। ওই অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্তে নামে পুলিশ।
গীতারানির নাতি মহাদেব নস্করের অভিযোগ, ‘‘যে জায়গায় দিদার দেহ পাওয়া গিয়েছে, সেটি নির্জন। মনে হচ্ছে, কোনও অসামাজিক কাজ দেখে ফেলাতেই দিদাকে মেরে কুয়োয় ফেলে দেওয়া হয়। দিদার কানের দুল, নাকছাবি পাওয়া যায়নি। দুষ্কৃতীরাই ওই গয়না খুলে নিয়েছে।’’ এ ব্যাপারে এক পুলিশকর্তা বলেন, ‘‘ঠিক কী ঘটেছে, এখনই নির্দিষ্ট ভাবে বলা সম্ভব নয়। সবটাই তদন্ত করে দেখা হচ্ছে।’’