Howrah Theft Case

সাধুবেশে চোর! হাওড়ায় গৃহস্থের বাড়ি থেকে সোনাদানা চুরি করে দক্ষিণেশ্বর থেকে গ্রেফতার চারমূর্তি

পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম হাদিস লাঠোর, মনোজ লাঠোর, ছোটু লাঠোর এবং নেতা লাঠোর। সকলের বাড়ি বিহারের গয়ায়। একাধিক জায়গায় এঁরা সাধু সেজে চুরি করেছেন বলে অভিযোগ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২১ মে ২০২৫ ১৬:১২
Share:

সাধুবেশে হাওড়ায় গৃহস্থের বাড়িতে চুরি করে দক্ষিণেশ্বর গিয়েছিলেন চার জন। সিসিটিভি দেখে তাঁদের গ্রেফতার করল পুলিশ। —নিজস্ব চিত্র।

মাথায় পাগড়ি, কপালে তিলক। হাতে ও গলায় রুদ্রাক্ষের মালা, কাঁধে ঝোলা আর হাতে হনুমানজি এবং শিবের মূর্তি। সাধুর বেশে এমনই চার জন মঙ্গলবার ছড়িয়ে পড়েছিলেন হাওড়া ময়দান এলাকায়। গৃহস্থের বাড়িতে চুরির অভিযোগে চারমূর্তিকে দক্ষিণেশ্বর থেকে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার হয়েছে সোনার গয়না।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সকাল সাড়ে ১০টা নাগাদ হাওড়া ময়দান এলাকার রামেশ্বর মালিয়া ফাস্ট বাই লেনের বাসিন্দা পিন্টু শর্মার বাড়িতে যান ওই চার জন। তাঁদের পরনে ‘সাধুর পোশাক’, মাথায় তিলক, হাতে ও গলায় রুদ্রাক্ষের মালা। কিন্তু চার জনেই ভণ্ড! অভিযোগ, পিন্টুর বাড়িতে গিয়ে পরিবারের বাড়ির মহিলাদের ধর্ম উপদেশ দিতে শুরু করেন তাঁরা। ভবিষ্যদ্বাণী করেন। পিন্টুর স্ত্রী মমতা দেবীর কথায়, ‘‘ওরা এমন ভাবে কথা বলছিল, তাতে আমরা সম্মোহিত হয়ে গিয়েছিলাম। আমাদের আস্থা অর্জন করে সোনার গয়না চায় ওরা। বলে সব দ্বিগুণ হয়ে যাবে।’’ মমতা জানান, নিজের গলার সোনার হার এবং মঙ্গলসূত্র খুলে সাধুদের হাতে তুলে দেন তিনি। সেগুলো কাপড়ের মধ্যে মুড়ে বাড়ির পূর্ব কোণে রেখে দিতে বলেন ওই ‘সাধুরা’। বলা হয়, সন্ধ্যায় ওই কাপড় খুললেই সোনার গয়না দ্বিগুণ হয়ে যাবে। কিন্তু তার কিছু ক্ষণ পরেই মাথায় হাত পড়ে শর্মা পরিবারের। মমতারা কেউ টেরই পাননি কখন সোনাদানা সব নিয়ে পালিয়েছেন ওই চার জন। এক সদস্য ঘরের পূর্ব কোণে ছুটে গিয়ে সেই কাপড় খুলে দেখেন, তাতেও কিচ্ছু নেই!

ঘটনাক্রমে হাওড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পিন্টু। তদন্তে নেমে হাওড়া থানার পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে অভিযুক্তদের চিহ্নিত করে। হাওড়া ময়দানের বঙ্গবাসী মোড় থেকে অভিযুক্তদের একটি বাসে উঠতে দেখা যায়। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে ওই চার জন সম্পর্কে তথ্য জোগাড় করা শুরু করে পুলিশ। জানা যায়, দক্ষিণেশ্বর এলাকায় বেশ কিছু দিন আগে একটি দল থাকছে। তাঁদের মধ্যে কয়েক জন সাধু সেজে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। তাঁদের বিরুদ্ধে অপরাধের অভিযোগও রয়েছে। মঙ্গলবার রাতেই হাওড়া থানার একটি তদন্তকারী দল দক্ষিণেশ্বর পৌঁছে যায়। দক্ষিণেশ্বর থানার পুলিশের সহযোগিতায় সেখান থেকেই চার জনকে হাতেনাতে পাকড়াও করে তারা। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে চুরি যাওয়া অলঙ্কার।

Advertisement

পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম হাদিস লাঠোর, মনোজ লাঠোর, ছোটু লাঠোর এবং নেতা লাঠোর। হাওড়া সিটি পুলিশের এক আধিকারিক বলেন, ‘‘এদের সকলের বাড়ি বিহারের গয়ায়। একাধিক জায়গায় এরা সাধু সেজে চুরি করেছে। মানুষকে ধর্মের কথা শুনিয়ে সম্মোহিত করে গয়নাগাটি নিয়ে পালাত। ধৃতদের আজ (বুধবার) হাওড়া আদালতে হাজির করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করা হবে। তা ছাড়া এই চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত আছে, জানার চেষ্টা চলছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement