আমতা শাখার বড়গাছিয়া স্টেশনে রেল অবরোধ। — নিজস্ব চিত্র।
নির্ধারিত সময়ে ট্রেন আসে না। দক্ষিণ-পূর্ব রেলের আমতা শাখায় এ যেন প্রতি দিনের অভিযোগ। নিত্যদিনের এই সমস্যায় জর্জরিত হয়ে শনিবার সকাল থেকে রেল অবরোধে যাত্রীরা। বড়গাছিয়া স্টেশনে রেললাইনের উপর বসে পড়েন বিক্ষোভকারীরা। তার জেরেই ব্যাহত হয় ওই শাখায় ট্রেন চলাটল। সাড়ে তিন ঘণ্টা পর অবরোধ ওঠে।
জানা গিয়েছে, আমতা শাখায় প্রতি দিন সময়ে ট্রেন না-আসায় ক্ষুব্ধ নিত্যযাত্রীরা। তাঁদের দাবি, বার বার রেলকর্তৃপক্ষকে জানিয়েও কোনও লাভ হয়নি। শনিবার সকাল ৬টা ৪০ মিনিটে হাওড়াগামী লোকাল সময়ে আসেনি। আর তাতেই ফেটে পড়েন যাত্রীরা। স্টেশন ছেড়ে সকলে নেমে পড়েন লাইনে। যাত্রীদের অভিযোগ, প্রায় দু’ঘণ্টা দেরিতে ট্রেন এসেছে। ফলে অনেকেই সময়মতো কর্মস্থলে পৌঁছোতে পারেননি।
কেন দেরিতে ট্রেন চলাচল করে ওই শাখায়? দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ওমপ্রকাশ চরণ অবশ্য এই অভিযোগ মানতে নারাজ। তিনি বলেন, ‘‘আজ ব্লকের কারণে একটি সমস্যা হয়েছিল। রেলের আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের বোঝানোর চেষ্টা করেন।’’
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় রেল পুলিশ এবং জগৎবল্লভপুর থানার পুলিশ বাহিনী। ছিল র্যাফও। অবরোধ তোলার কথা বলায় জগৎবল্লভপুর থানার পুলিশের সঙ্গে অবরোধকারীদের বচসাও বেধে যায়। সকাল ১১টার পর অবরোধ ওঠে বড়গাছিয়া স্টেশনে।