sankrail

ভাষা দিবসে শুরু দক্ষিণ হাওড়া বইমেলা

প্রতিদিন আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে উদ্যোক্তারা জানান।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৩৮
Share:

বইমেলার উদ্বোধনের মুহূর্ত। নিজস্ব চিত্র।

আন্তজার্তিক মাতৃভাষা দিবসে, শুক্রবার শুরু হল ‘দক্ষিণ হাওড়া বইমেলা’। ‘দক্ষিনী সংহতি’-র উদ্যোগে নাজিরগঞ্জের পোদড়া বিবেকানন্দগরে বিবেকানন্দ যুব সমিতির মাঠে মেলার সূচনা করেন নৃসিংহপ্রসাদ ভাদুড়ি। এই তল্লাটে বইমেলার আয়োজন প্রথম। বহু বছর আগে আন্দুলে বইমেলা হত। কিন্তু পরে তা বন্ধ হয়ে যায়। ফলে এই বইমেলা ঘিরে এলাকাবাসীর
আগ্রহ তুঙ্গে।

৭৮টি বইয়ের স্টল রয়েছে এখানে। রয়েছে আনন্দ, দেজ়-প্রভৃতি নামী প্রকাশনা সংস্থার স্টল। প্রতিদিন আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে উদ্যোক্তারা জানান। আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকেল ৪টে থেকে রাত ১০টা পর্যন্ত চলবে মেলা।

মেলার মূল মঞ্চে প্রতিদিন সন্ধ্যায় ক্যুইজ়, সাহিত্য বিষয়ক আলোচনার পাশাপাশি থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বলে জানালেন বইমেলা কমিটির সদস্য স্বরূপ পাল। বইমেলার মাঠটি যে সংস্থার সেই বিবেকানন্দ যুব সমিতির পক্ষে মানিক রায় বলেন, ‘‘বইমেলার উদ্দেশ্য মহৎ। আমাদের মাঠে এই মেলা হওয়ায় আমরা খুশি। প্রথম দিনেই ভিড় জমিয়েছেন বহু মানুষ। আশা করি, ভিড় আরও বাড়বে।’’

এই মেলার অন্যতম প্রধান আয়োজক হাওড়া জেলা পরিষদের সদস্য তুষারকান্তি ঘোষ। তিনি ‘দক্ষিণী সংহতি’র সম্পাদকও। তুষার বলেন, ‘‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে একটু আলাদা ভাবে পালন করতে চেয়েছিলাম আমরা। সেই কারণেই এই বইমেলার আয়োজন। আমরা চাই, মানুষ বেশি করে বই পড়ুন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন