De-pollution of Santragachi Jheel

ডিসেম্বরের মধ্যে সাঁতরাগাছি ঝিল দুষণমুক্ত করতে হবে, নির্দেশ দিল পরিবেশ আদালত

সাঁতরাগাছি স্টেশনের কাছে সুবিশাল ঝিল রয়েছে। যা সাঁতরাগাছি পাখিরালয় নামেও পরিচিত। কারণ শীতের শুরুতে এখানে পরিযায়ী পাখির দল আসে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৫ ২২:৫৭
Share:

সাঁতরাগাছি ঝিল দূষণমুক্ত করার নির্দেশ। —ফাইল চিত্র।

সাঁতরাগাছি ঝিল দূষণমুক্ত করতে এ বার কড়া নির্দেশ পরিবেশ আদালতের। নির্দেশ, এ বছর ডিসেম্বর মাসের মধ্যে কাজ শেষ করতে হবে।

Advertisement

সাঁতরাগাছি স্টেশনের কাছে সুবিশাল ঝিল রয়েছে। যা সাঁতরাগাছি পাখিরালয় নামেও পরিচিত। কারণ শীতের শুরুতে এখানে পরিযায়ী পাখির দল আসে। ওই ঝিলের জল দূষিত হচ্ছে, এই অভিযোগে ২০১৬ সালে পরিবেশ আদালতে মামলা করেছিলেন পরিবেশবিদ সুভাষ দত্ত। তিনি বলেন, ‘‘আশপাশের এলাকা ও রেলের তরল বর্জ্য এই ঝিলে মিশে দূষিত হচ্ছে জল। ঝিল দূষিত হওয়ায় মরে যাচ্ছে মাছ। পরিযায়ী পাখিরাও মুখ ফিরিয়ে নিচ্ছে।’’

ওই মামলার প্রেক্ষিতে পরিবেশ আদালত ২০২২ সালে নির্দেশ দিয়েছিল ঝিলে ‘সোয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট’ করার জন্য। যার ৭৮ শতাংশ দেবে রাজ্য। বাকি ২২ শতাংশ দেবে রেল। কিন্তু তার পরেও কোনও কাজ হয়নি। সুভাষ জানান, গত ফেব্রুয়ারি মাসে পরিবেশ আদালত এই ঝিল দূষণমুক্ত করতে কড়া নির্দেশ দিয়েছে। এ বছর ৩১ ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করা কথা বলা হয়েছে।

Advertisement

হাওড়া পুরসভায় প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী বলেন, ‘‘এই ঝিল রেলের। তাই সংস্কার কিংবা দূষণমুক্ত করার কাজ রেলের করা উচিত। পরিবেশ আদালতের কোনও নির্দেশ এখনও আমাদের কাছে আসেনি। সে রকম নির্দেশ এলে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের সঙ্গে কথা বলে কাজ করা হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement