Students Hostel Abandoned

নেই আবাসিক, নষ্ট হচ্ছে দেড় কোটির ছাত্রাবাস

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দরজা-জানলা ভেঙে যাওয়ায় সেই ফাঁক দিয়ে ছাত্রাবাসে অনেকে ঢুকে অসামাজিক কাজকর্ম করে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জুন ২০২৫ ০৯:৩০
Share:

মৌলা নেতাজি হাই স্কুলের ছাত্রাবাস। নিজস্ব চিত্র।

প্রায় দেড় কোটি টাকায় তৈরি শ্যামপুর ২ ব্লকের মৌলা নেতাজি হাই স্কুলের ছাত্রাবাসটির উদ্বোধন হয়েছিল ন’বছর আগে। কিন্তু আজ পর্যন্ত সেখানে কোনও ছাত্র থাকতে আসেনি। ফলে, প্রথম থেকেই তালাবন্ধ হয়ে পড়ে রয়েছে সেটি। ভেঙে গিয়েছে দরজা-জানলা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দরজা-জানলা ভেঙে যাওয়ায় সেই ফাঁক দিয়ে ছাত্রাবাসে অনেকে ঢুকে অসামাজিক কাজকর্ম করে।

ছাত্রাবাসটি তৈরি হয় রাজ্য সংখ্যালঘু উন্নয়ন তহবিলের টাকায়। জেলা সংখ্যালঘু উন্নয়ন আধিকারিক মহুয়া বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ছাত্রাবাসটিকে কী ভাবে ব্যবহার করা যায়, সে বিষয়টি সংশ্লিষ্ট বিডিওকে দেখতে বলা হয়েছে।’’ বিডিও সঞ্জু গুহ মজুমদার বলেন, ‘‘ছাত্রদের আগ্রহ না থাকায় এটিকে ছাত্রাবাস হিসাবে ব্যবহার করা কঠিন। স্কুলের শ্রেণিকক্ষ হিসাবে যাতে ব্যবহার করা যায়, সেই চেষ্টা চলছে।’’

ব্লক প্রশাসন সূত্রের খবর, ওই স্কুলে সংখ্যালঘু পড়ুয়ার সংখ্যা অনেক। তারা যাতে ছাত্রাবাসে থেকে পড়াশোনা করতে পারে, সেই লক্ষ্যেই ২০১৩ সালে দোতলা ছাত্রাবাসটি বানানো হয়। ২০১৬ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেছিলেন। ছাত্রাবাসে পাতা হয় শয্যা। রান্নার সরঞ্জাম এবং বাসনপত্র কেনা হয়। কিন্তু ছাত্রাবাসটি চালু না হওয়ায় সে সব নষ্ট হয়ে গিয়েছে।

কংগ্রেস নেতা আতিয়ার খান বলেন, ‘‘ছাত্রাবাসটি করার আগে কোনও পরিকল্পনা করা হয়নি। ফলে, সরকারের এত টাকা জলে গেল।’’ ওই স্কুলের কর্মী তথা হাওড়া জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ জুলফিকার মোল্লা বলেন, ‘‘আমরা ওই ছাত্রাবাস বিকল্প কাজেব্যবহার করব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন