COVID-19

COVID-19: স্কুল খুলতেই ফের করোনায় আতঙ্ক শ্রীরামপুরে, আক্রান্ত চার শিক্ষিকা

স্কুলে ঠিক মতো স্যানিটাইজড করা থেকে কোভিডবিধি মেনে চলা হচ্ছে কি না, তা খতিয়ে দেখছে শ্রীরামপুর পুরসভা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শ্রীরামপুর শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২১ ১৭:৫৭
Share:

প্রতীকী ছবি।

টিকা নেওয়ার পরও কোভিডে আক্রান্ত হলেন শ্রীরামপুরের একই স্কুলের চার শিক্ষিকা। সেই সঙ্গে স্কুলের আরও কয়েক জনেরও কোভিডের উপসর্গ দেখা দিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাঁদের দাবি, কোভিডবিধি মেনে স্কুলে পঠনপাঠন হচ্ছে। তবে তা সত্ত্বেও শিক্ষিকাদের সংক্রমিত হওয়ার খবরে আতঙ্ক ছড়িয়েছে স্কুলপড়ুয়া ও অভিভাবকদের মধ্যে।

Advertisement

করোনাকালে প্রায় কুড়ি মাস বন্ধ থাকার পর নভেম্বরে রাজ্য জুড়ে স্কুল-কলেজ খুলেছে। রাজ্যের অন্যান্য স্কুল-কলেজের মতো শ্রীরামপুর রমেশচন্দ্র গার্লস হাইস্কুলেও সরকারি নির্দেশ মেনে ক্লাস শুরু হয়েছে। তবে স্কুল খুলতেই শিক্ষিকাদের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় উদ্বিগ্ন পড়ুয়া ও অভিভাবকেরা। যদিও প্রধান শিক্ষিকা তাপসী পাল বলেন, ‘‘স্কুলের যে চার জন শিক্ষিকা করোনায় আক্রান্ত এবং আরও কয়েক জনের উপসর্গ দেখা দিয়েছে, তাঁদের সকলকেই বাড়িতে থাকতে বলা হয়েছে। যদিও সরকারি নির্দেশ মেনেই স্কুল চলছে। সব দিক থেকে সতর্কতা অবলম্বন করা হয়েছে। স্কুলে প্রতি দিন স্যানিটাইজার স্প্রে করা হচ্ছে। একটি বেঞ্চে এক জন করে পড়ুয়ার বসছে। সেই সঙ্গে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক পরা বাধ্যতামূলক। পাশাপাশি, অভিভাবকদের নিয়ে প্রতি সপ্তাহে মিটিং করা হচ্ছে।’’

ওই স্কুলে ঠিক মতো স্যানিটাইজড করা থেকে কোভিডবিধি মেনে চলা হচ্ছে কি না, তা খতিয়ে দেখছে শ্রীরামপুর পুরসভা। পুর প্রশাসকমণ্ডলীর সদস্য সন্তোষ সিংহ বলেন, ‘‘করোনার আতঙ্ক এখনও কাটেনি। তার মধ্যে স্কুল চলছে। তাই সাবধান থাকতে হবে। কোভিডবিধি মেনে চলার বার্তা দিয়ে পুরসভার পক্ষ থেকে প্রত্যেক স্কুলের বাইরে প্রচারও চালানো হবে। এ নিয়ে শহরের সব স্কুলের সঙ্গে নিয়মিত বৈঠক করব।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন