Cyber fraud

‘ডিজিটাল গ্রেফতারি’র ফাঁদে পা, প্রবীণ খোয়ালেন ৩০ লক্ষ

হাওড়া সিটি পুলিশের উপ-নগরপাল (উত্তর) বিশপ সরকার বলেন, ‘‘ধৃতকে ট্রানজ়িট রিমান্ডে হাওড়ায় নিয়ে আসা হচ্ছে। পুরো চক্রটিকে ধরতে তদন্ত শুরু হয়েছে।’’

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ মে ২০২৫ ০৬:২৬
Share:

ধৃতের নাম কপিল কুমার। —প্রতীকী চিত্র।

‘ডিজিটাল গ্রেফতারি’র ভয় দেখিয়ে মধ্য হাওড়ার বাসিন্দা এক প্রবীণের কাছ থেকে প্রায় ৩০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, উত্তরপ্রদেশের একটি প্রতারণা-চক্র এই ঘটনায় জড়িত। এর পরেই হাওড়া সিটি পুলিশের সাইবার শাখা উত্তরপ্রদেশ থেকে চক্রের অন্যতম এক মাথাকে ধরেছে। ধৃতের নাম কপিল কুমার। বাড়ি ওই রাজ্যের গৌতম বুদ্ধ নগরে। হাওড়া সিটি পুলিশের উপ-নগরপাল (উত্তর) বিশপ সরকার বলেন, ‘‘ধৃতকে ট্রানজ়িট রিমান্ডে হাওড়ায় নিয়ে আসা হচ্ছে। পুরো চক্রটিকে ধরতে তদন্ত শুরু হয়েছে।’’

পুলিশ সূত্রের খবর, প্রতারণার ঘটনাটি ঘটে মার্চের দ্বিতীয় সপ্তাহে। গত ১৫ মার্চ মধ্য হাওড়ার ওই বাসিন্দা হাওড়া সিটি পুলিশের সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ করেন। ষাটোর্ধ্ব ওই ব্যক্তি পুলিশকে অভিযোগে জানান, তাঁকে জালিয়াতেরা ফোন করে একটি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার নাম বলে ডিজিটাল গ্রেফতারির হুমকি দেয়। পরে অবশ্য তাঁকে ছেড়ে দেওয়া হবে বলে প্রতারকেরাই রফা সূত্র বার করে। তবে, অভিযোগকারীকে তারা বলে, অনলাইনে ৩০ লক্ষ টাকা দিলে তবেই তাঁকে ছাড়া হবে। ওই প্রবীণ পুলিশকে জানিয়েছেন, নিজের ও পরিবারের সম্মানের কথা ভেবে প্রতারকদের কথা মতো অনলাইনে একটি অ্যাকাউন্টে ৩০ লক্ষ টাকা দিয়ে দেন। এর পরেই বুঝতে পারেন, তাঁকে ঠকানো হয়েছে।

তদন্তে নেমে হাওড়া সিটি পুলিশের একটি দল প্রতারণা-চক্রের খোঁজে উত্তরপ্রদেশে যায়। মঙ্গলবার রাতে ধরা হয় চক্রের অন্যতম মাথা কপিলকে। পুলিশের দাবি, জেরায় অভিযুক্ত স্বীকার করেছে, সে ডিজিটাল গ্রেফতারির ভয় দেখিয়ে এই জালিয়াতি করেছে। ধৃতকে উত্তরপ্রদেশের সুরজপুর নয়ডার আদালতে তোলা হয়েছিল। কাল, শুক্রবার কপিলকে ট্রানজ়িট রিমান্ডে হাওড়ায় নিয়ে আসা হবে। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, হাতিয়ে নেওয়া মোট ৩০ লক্ষ টাকার মধ্যে কপিলই নিয়েছে ২০ লক্ষ টাকা। তার থেকে পুলিশ ৬ লক্ষ ১৭ হাজার টাকা উদ্ধার করে ওই ব্যক্তির হাতে তুলে দিয়েছে। বাকি টাকা উদ্ধারের চেষ্টা চলছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন