Three Bodies Recovered in Howrah

হাওড়ায় বন্ধ ঘর থেকে একই পরিবারের তিন জনের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য! ঋণের দায়েই কি আত্মহত্যা?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতেরা হলেন শুভময় গলুই (৪২) এবং তাঁর মা শেফালি গলুই। এ ছাড়া, একই ঘর থেকে শুভময়ের প্রতিবন্ধী দিদির দেহও উদ্ধার হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১০ মে ২০২৫ ২২:১৫
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

বন্ধ ঘর থেকে উদ্ধার হল একই পরিবারের তিন জনের মৃতদেহ। শনিবার হাওড়া জেলার বাঁকড়ায় ঘটনাটি ঘটেছে। একসঙ্গে তিন তিনটি দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। খুন না আত্মহত্যা— জানতে তদন্তে নেমেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতেরা হলেন শুভময় গলুই (৪২) এবং তাঁর মা শেফালি গলুই। এ ছাড়া, একই ঘর থেকে শুভময়ের প্রতিবন্ধী দিদির দেহও উদ্ধার হয়েছে। স্থানীয় সূত্রে খবর, শনিবার বেলা ১২টার পর থেকেই শুভময়দের ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। কিন্তু সন্ধ্যা হওয়ার পরেও ভিতর থেকে কোনও সাড়াশব্দ না পাওয়ায় প্রতিবেশীদের সন্দেহ হয়। এর পরেই পুলিশে খবর দেন তাঁরা। পুলিশ এসে অনেক ডাকাডাকির পরেও সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢোকে। তখনই দেখা যায়, মেঝেয় পড়ে রয়েছে তিন জনের অসাড় দেহ। তড়িঘড়ি তিন জনকে উদ্ধার করে হাসপাতালে দিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুভময় পেশায় পিডব্লিউডির অস্থায়ী কর্মী হিসাবে কর্মরত ছিলেন। মা এবং প্রতিবন্ধী দিদিকে নিয়ে হাওড়ার বাঁকড়া দক্ষিণ পল্লীর বাড়িতে থাকতেন তিনি। প্রতিবেশীরা বলছেন, গত বেশ কিছু দিন ধরেই আর্থিক সমস্যায় ভুগছিল ওই পরিবার। সম্প্রতি ধারদেনাতেও জড়িয়ে পড়েছিলেন শুভময়। প্রায়ই বাড়িতে পাওনাদারদের আনাগোনা লেগে থাকত। এ ছাড়া, পারিবারিক অশান্তিও চলত। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বিষাক্ত কিছু খেয়ে একসঙ্গে আত্মঘাতী হয়েছেন তাঁরা। তিন জনের দেহ ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement