WB Panchayat Election 2023

বিরোধী প্রার্থীরা আক্রান্ত দুই জেলায়, অভিযোগ

মঙ্গলবার সকালে ১১টা নাগাদ তারকেশ্বর ব্লকের সন্তোষপুর সমবায়ের সামনে বিজেপি প্রার্থীরা প্রচার করছিলেন। অভিযোগ, তৃণমূল সেখানে হামলা চালায়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

ডোমজুড় শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৩ ০৮:০০
Share:

তারকেশ্বর থানায় অভিযোগ জানাতে গিয়েছেন বাম নেতা-কর্মীরা। মঙ্গলবার। —নিজস্ব চিত্র।

কোথাও প্রচারে হামলা, কোথাও বাড়িতে। হুগলির তারকেশ্বরে এবং হাওড়ার উলুবেড়িয়ায় বিরোধীদের উপরে হিংসার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ মানেননি শাসক দল। হাওড়ার ডোমজুড়ে সিপিএমের লোকজন এক তৃণমূল কর্মীকে মারধর করেছে বলে অভিযোগ। অভিযোগ অস্বীকার করেছে সিপিএম।

Advertisement

মঙ্গলবার সকালে ১১টা নাগাদ তারকেশ্বর ব্লকের সন্তোষপুর সমবায়ের সামনে বিজেপি প্রার্থীরা প্রচার করছিলেন। অভিযোগ, তৃণমূল সেখানে হামলা চালায়। বাঁশ-রডের মারে বিজেপির ৩৪ নম্বর জেলা পরিষদ আসনের প্রার্থী শুভেন্দু ঘোষ, পঞ্চায়েত সমিতির প্রার্থী রামপ্রসাদ ঘাটি, সন্তোষপুর পঞ্চায়েতের প্রার্থী বুবাই গরাং ওরফে ফটিক-সহ কয়েক জন আহত হন। চার জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। তারকেশ্বর থানায় লিখিত অভিযোগ জানানো হয় বিজেপির তরফে।

বিজেপির তারকেশ্বর বিধানসভার আহ্বায়ক জগন্নাথ দাসের অভিযোগ, ‘‘পঞ্চায়েত সমিতির বিদায়ী তৃণমূল সহ সভাপতি প্রদীপ সিংহরায়ের ছেলে টুটুন দলবল নিয়ে হামলা চালিয়েছে।’’ প্রদীপ এ বারও তৃণমূলের প্রার্থী। জগন্নাথ বলেন, ‘‘হেরে যাওয়ার ভয়ে তৃণমূল সন্ত্রাস চালাচ্ছে।’’ টুটুনের বক্তব্য, ‘‘মিথ্যা অভিযোগ। প্রচার সেরে ফেরার সময় আমাদের কর্মীরাই ওদের হাতে আক্রান্ত হয়েছেন। দু’জন তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি।’’

Advertisement

মঙ্গলবার বেলা ১২টা নাগাদ তারকেশ্বর ব্লকেরই নাইটা-মালপাহাড়পুর পঞ্চায়েতের অখড়গড়িয়ায় সিপিএম প্রার্থী উত্তর বেরার বাড়িতে তৃণমূলের লোকেরা হামলা চালায়, তাঁকে মারধর করে বলে অভিযোগ। থানায় অভিযোগ জানানো হয়েছে সিপিএমের তরফে। সিপিএমের দাবি, উত্তমকে মনোনয়ন জমা দিতে বাধা দেওয়া হয়। পরে মনোনয়ন প্রত্যাহারের হুমকিও দেওয়া হয়েছিল। এ বার হামলা হল। সিপিএম নেতা স্নেহাশিস রায় বলেন, ‘‘যতই সন্ত্রাস করুক, মানুষ তৃণমূলকে হারাবে।’’ পুলিশ জানিয়েছে, দু’টি ক্ষেত্রেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।

তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি তথা তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহরায়ের দাবি, ‘‘মনোনয়ন থেকে প্রচার-পর্ব, কাউকে কোনও বাধা দেওয়া হয়নি। হার নিশ্চিত বুঝে সিপিএম, বিজেপি মানুষের সহানুভূতি আদায়ের চেষ্টা করছে মিথ্যা অভিযোগ তুলে।’’

সোমবার রাতে উলুবেড়িয়া ব্লকের চণ্ডীপুর পঞ্চায়েতের ঘটমপুরে অমর রায় নামে এক বিজেপি প্রার্থীর বাড়িতে হামলা হয়। অভিযোগের তির তৃণমূলের দিকে। তদন্তে নেমেছে পুলিশ। অমরের অভিযোগ, রাত ১টা নাগাদ ৩০-৪০ জন দুষ্কৃতী বাড়ির সামনে চড়াও হয়। গালিগালাজ করে। বাড়ি লক্ষ্য করে বোমা, ইট ছোড়ে। অমর বলেন, ‘‘এর পিছনে রয়েছে তৃণমূলের হাত। আগেও আমাকে হুমকি দিয়েছিল তৃণমূল।’’ উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রের তৃণমূল সভাপতিদুলাল করের মন্তব্য, ‘‘এমন কাজ তৃণমূল করে না। ওরা হেরে যাবে বলে, নাটক করছে।’’

সোমবার রাতে বাড়ি ফেরার পথে ডোমজুড়ের উত্তর কোলরার বড় মসজিদতলায় ফায়জুল হাসান সর্দার ওরফে মিন্টু নামে এক তৃণমূল কর্মী আক্রান্ত হন বলে অভিযোগ। ফায়জুলের অভিযোগ, সিপিএমের দুই দুষ্কৃতী মারধর করেছে। তৃণমূল না ছাড়লে খুনের হুমকি দিয়েছে। পুলিশ ঘটনাস্থলে যায়। মঙ্গলবার সকালে ডোমজুড় থানায় লিখিত অভিযোগ করেন ফায়জুল। সাঁকরাইলের তৃণমূল বিধায়ক প্রিয়া পাল বললেন, ‘‘কী ঘটেছে, খোঁজ নিয়ে দেখছি। প্রহৃত কর্মীর পাশে আছি।’’

সিপিএমের হাওড়া জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য মোহন্ত চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া, ‘‘ওখানে তৃণমূলের সন্ত্রাসে আমাদের প্রার্থীরা মনোনয়নই দিতে পারেনি। অবাস্তব, ভিত্তিহীন অভিযোগ তুলছে তৃণমূল। ওরা বুঝেছে, মানুষ ওদের বিরুদ্ধেচলে গিয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন