TMC

TMC: বিজেপি-র সঙ্গে হাত মিলিয়ে সাইনবোর্ড থেকে স্ট্যাম্প হল সিপিএম! কটাক্ষ ঋতব্রতের

সিপিএম সাইনবোর্ড থেকে স্ট্যাম্পের আকার নিয়েছে। এমনটাই মনে করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

তারকেশ্বর শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২২ ২০:৪২
Share:

তারকেশ্বরে মিছিল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। নিজস্ব চিত্র

বিজেপি-র সঙ্গে হাত মেলানোর ফলে ক্রমশই আকারে ছোট হয়েছে সিপিএম। তারা এখন সাইনবোর্ড থেকে স্ট্যাম্পের আকার নিয়েছে। এমনটাই মনে করেন আইএনটিটিইউসি-র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন বাম সাংসদের ওই খোঁচা শুনে পাল্টা তোপ দেগেছে সিপিএম-ও।
বৃহস্পতিবার হুগলির তারকেশ্বরে পুরভোটের প্রচারে যান ঋতপ্রভ। সেখানে মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারকেশ্বর পুরসভায় তৃণমূলের জয় নিয়ে আশা প্রকাশ করেন তিনি। কিছু দিন আগেই চারটি পুরনিগমের ফল প্রকাশ হয়েছে। তাতে বামেদের কিছুটা উত্থান ধরা পড়েছে। এই প্রসঙ্গে ঋতব্রতর বক্তব্য, ‘‘মিছিলের স্বতঃস্ফূর্তা দেখে প্রমাণিত তারকেশ্বরে ১৫-০ ফলাফল হবে। কে দ্বিতীয় হবে বা কে তৃতীয় হবে তা তারা স্থির করবেন। পুর নির্বাচনে বাম, কংগ্রেস এবং বিজেপি-র হাতে ধরার জন্য শুধু পেনসিল থাকবে।’’ চারটি পুরনিগমের ফলাফলকে সামনে রেখে ঋতব্রতর যুক্তি, ‘‘উসেইন বোল্ট ৯.৭৯ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ে প্রথম হয়েছেন। আর এক জন ৩০ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ে দ্বিতীয় হয়েছেন। এটা বলে কেউ আনন্দ পেলে অসুবিধার কী আছে। তাঁদের আনন্দ দীর্ঘায়িত হোক। আসলে বিজেপি-র সঙ্গে হাত মেলাতে গিয়ে সাইন বোর্ড থেকে ভিজিটিং কার্ড এবং সেখান থেকে স্ট্যাম্পে পরিণত হয়েছে সিপিএম।’’

প্রাক্তনীর এ হেন মন্তব্যে ক্ষিপ্ত হুগলি-র সিপিএম। সিপিএমের হুগলি জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য স্নেহাশিষ চক্রবর্তীর কথায়, ‘‘ঋতব্রত নিজে সব রকম অন্যায়ের সঙ্গে জড়িয়ে। তার পর সে তৃণমূলে গিয়েছে। সে আর নীতির রাজনীতি বুঝবে কী করে? বামপন্থী রাজনীত, কমিউনিস্ট পার্টির রাজনীতি সে জলাঞ্জলি দিয়েছে। তৃণমূল কার সঙ্গে আছে সেটা দেশের মানুষ আর রাজ্যের মানুষ বোঝেন। আমরা দিল্লিতে বিজেপিকেও হারাব। এ রাজ্যে তৃণমূলকেও হারাব। আমরা প্রমাণ করে দেব, বিজেপি-র কাছেই তৃণমূলের সুতোটা বাঁধা আছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন