Agiatated Villagers

রাস্তা তৈরিতে নিম্নমানের সামগ্রী, অভিযোগে বিক্ষোভ

হুগলির জেলা পরিষদের তত্ত্বাবধানে ওই কাজ হচ্ছে। জেলা পরিষদই দরপত্রের মাধ্যমে ঠিকাদার নিয়োগ করে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

পান্ডুয়া শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৪ ০৯:২৫
Share:

রাস্তার কাজ বন্ধ করালেন গ্রামবাসী। নিজস্ব চিত্র।

‘পথশ্রী’ প্রকল্পে পান্ডুয়ার হরাল দাসপুর পঞ্চায়েতের বিলসরা এলাকায় একটি রাস্তার কাজ শুরু হয়েছিল গত মাসের ১১ তারিখে। বিলসরা মাঝের পাড় থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত (প্রায় দেড় কিমি) ওই পিচরাস্তার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে, এই অভিযোগে রবিবার কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসী। বিক্ষোভের মুখে পড়তে হয় ঠিকাদারের কর্মীদের।

Advertisement

হুগলির জেলা পরিষদের তত্ত্বাবধানে ওই কাজ হচ্ছে। জেলা পরিষদই দরপত্রের মাধ্যমে ঠিকাদার নিয়োগ করে। গ্রামবাসীদের অভিযোগ, যে টাকার কাজ হওয়ার কথা ছিল, তা হচ্ছে না। তার চেয়ে কম টাকায় কাজ হচ্ছে বলে বোর্ডে লেখা রয়েছে। বিক্ষোভকারীদের মধ্যে তরুণ ক্ষেত্রপাল মেনকা ক্ষেত্রপালদের প্রশ্ন, ‘‘এই প্রকল্পের ব্যয় হিসেবে প্রায় ৪৭ লক্ষ ৬৫ হাজার টাকা ধরা হয়েছিল। কিন্তু বোর্ডে লেখা আছে প্রায় ৩৭ লক্ষ ৮৪ হাজার টাকার কাজ হবে। বাকি টাকা কোথায় গেল?

ওই পঞ্চায়েতের বিজেপি সদস্য জয়ন্ত ক্ষেত্রপালও বলেন, ‘‘পথশ্রী প্রকল্পে রাস্তাটি নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা হচ্ছে। গ্রামের মানুষ প্রতিবাদ করেছে। ঠিকাদারকে বলা হয়েছে, সরকারি নিয়ম অনুযায়ী কাজ করতে হবে। ভাল সামগ্রী দিয়ে রাস্তাটি করা হোক।’’

Advertisement

এ ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নিয়ে জেলা পরিষদের পূর্ত কর্মধ্যক্ষ বিজন বেসরা। ওই এলাকার হুগলি জেলা পরিষদের সদস্য মানস মজুমদার জানান, গত ৬ ফেব্রুয়ারি রাস্তাটির দরপত্র ডাকা হয়। প্রায় ৪৭ লক্ষ টাকা ব্যয় বরাদ্দ থাকলেও ঠিকাদার ৩৭ লক্ষের কিছু বেশি টাকায় কাজ করতে রাজি হন। যদি কারও অভিযোগ থাকে, তা হলে ব্লক অফিস অথবা জেলা পরিষদে জানাতে পারেন।

মানসের দাবি, ‘‘এলাকার এক বিজেপি নেতা গ্রামবাসীদের ভুল বোঝাচ্ছেন। গ্রামের উন্নয়ন ওঁরা সহ্য করতে পারছেন না। এটা বিজেপির চক্রান্ত। আমি পান্ডুয়া ব্লক অফিস এবং জেলা পরিষদের পূর্ত কর্মধ্যক্ষকে জানিয়েছি।’’

পান্ডুয়া ব্লক অফিসের এক আধিকারিক বলেন, ‘‘বিষয়টি শুনেছি। গ্রামবাসীদের সোমবার ব্লক অফিসে আসতে বলা হয়েছে। কোনও লিখিত অভিযোগ মেলেনি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন