Factory in Shyamnagar

শ্রমিক সংগঠনের অফিসঘর দখল নিয়ে ধুন্ধুমার শ্যামনগরের কারখানায়, পুলিশের লাঠিতে আহত তিন

কারখানায় মজদুর মোর্চার ইউনিয়নের ঘর দখলকে কেন্দ্র করে বিবাদের সূত্রপাত। তার জেরেই কর্তৃপক্ষের সঙ্গে ঝামেলা শুরু হয় শ্রমিক সংগঠনের।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শ্যামনগর শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৪৭
Share:

— প্রতীকী চিত্র।

আবার শ্রমিক সংগঠনের ইউনিয়ন অফিসঘর দখল নিয়ে উত্তপ্ত শ্যামনগরের একটি ব্যাটারির কারখানা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তাদের লাঠির আঘাতে জখম হন তিন শ্রমিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয়েছে র‌্যাফ, বিশাল পুলিশ বাহিনী।

Advertisement

শ্যামনগরে ওই ব্যাটারি কারাখানায় শ্রমিক অসন্তোষ বাড়ছে। তার জেরে মঙ্গলবার উত্তেজনা ছড়াল। কারখানায় মজদুর মোর্চার ইউনিয়নের ঘর দখলকে কেন্দ্র করে বিবাদের সূত্রপাত। তার জেরেই কর্তৃপক্ষের সঙ্গে ঝামেলা শুরু হয় শ্রমিক সংগঠনের। ইউনিয়নের ঘরে জোর করে তালা ভাঙতে যায় জগদ্দল থানার পুলিশ। তার জেরেই ধস্তাধস্তি শুরু হয় পুলিশের। পুলিশ লাঠিচার্জ করে শ্রমিকদের উপর। পুলিশের লাঠির ঘায়ে আহত হন তিন জন। তাঁদের কল্যাণীর হাসপাতালে পাঠানো হয়েছে। এর পরেই বিক্ষোভ ছড়িয়ে পড়ে কারখানায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন