Shootout at Shibpur

মন্ত্রী বাবুলের আবাসনে চলল গুলি! গুরুতর জখম এক মহিলা, নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে, শোরগোল হাওড়ায়

গুলিবিদ্ধ মহিলার নাম পুনম যাদব। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে তাঁকে হাওড়ার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৫ ১২:৪৫
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

সাতসকালে গুলি চলল হাওড়ার শিবপুরে! শিবপুরের একটি অভিজাত আবাসনে ঘটনাটি ঘটেছে। ঘটনাচক্রে, এই আবাসনেরই অন্য ব্লকে থাকেন তৃণমূল বিধায়ক তথা রাজ্যের তথ্যপ্রযুক্তিমন্ত্রী বাবুল সুপ্রিয়। ঘটনায় গুরুতর জখম হয়েছেন এক মহিলা। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যে মহিলার স্বামীকেও গ্রেফতার করেছে পুলিশ। কী ভাবে এই ঘটনা ঘটল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুলিবিদ্ধ মহিলার নাম পুনম যাদব। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে তাঁকে হাওড়ার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, শিবপুরের আইডিয়াল গ্র্যান্ড নামে এক অভিজাত আবাসনের ডি ব্লকের পনেরো তলার ফ্ল্যাটে থাকতেন পুনম ও তাঁর স্বামী গোপাল যাদব। সেখানেই গুলি চলার ঘটনাটি ঘটে। অভিযোগ, বুধবার সকালে গোপালের পিস্তল থেকেই তাঁর স্ত্রীর মাথায় গুলি লাগে। তবে ঠিক কী কারণে এই ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, পারিবারিক অশান্তির জেরে এমনটা ঘটে থাকতে পারে।

Advertisement

তবে সকাল সকাল এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আবাসনে। আবাসনের সম্পাদক পঙ্কজ শর্মার কথায়, অভিজাত এই আবাসনে এরকম ঘটনা এর আগে কখনও ঘটেনি। ইতিমধ্যে গোপালকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে শিবপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, যে নাইন এমএম পিস্তল দিয়ে গুলি চালানো হয়, সেটি বেআইনি। আগ্নেয়াস্ত্রটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। জানা গিয়েছে, ধৃত আদতে বিহারের শিওয়ানের বাসিন্দা। তাঁর কাছে কোথা থেকে পিস্তলটি এল, কেনই বা আগ্নেয়াস্ত্রটি নিজের কাছে রেখেছিলেন তিনি, সে সবও খতিয়ে দেখা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement