খুনের চেষ্টার দায়ে ১০ বছরের জেল

তোলা না পেয়ে এক ব্যবসায়ীকে খুনের চেষ্টার দায়ে এক দুষ্কৃতীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা দিল আদালত। মঙ্গলবার চন্দননগর আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক বিমলকান্তি বেরা চন্দননগরের গোন্দলপাড়া এলাকার বাসিন্দা জয়প্রকাশ সাউ নামে ওই দুষ্কৃতীকে এই সাজা শোনান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ অগস্ট ২০১৬ ০২:৫৩
Share:

তোলা না পেয়ে এক ব্যবসায়ীকে খুনের চেষ্টার দায়ে এক দুষ্কৃতীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা দিল আদালত। মঙ্গলবার চন্দননগর আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক বিমলকান্তি বেরা চন্দননগরের গোন্দলপাড়া এলাকার বাসিন্দা জয়প্রকাশ সাউ নামে ওই দুষ্কৃতীকে এই সাজা শোনান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০০৩‌ সালের ১৫ জুন দুপুরে চন্দননগরের জ্যোতির মোড় এলাকার আইসক্রিম ব্যবসায়ী কাশীনাথ নিয়োগীর কাছে জয়প্রকাশ তোলা চায় বলে অভিযোগ উঠেছিল। কাশীনাথবাবু তা দিতে অস্বীকার করেন। তখন জয়প্রকাশ কাশীনাথবাবুকে দোকানের মধ্যে ভোজালি দিয়ে কুপিয়ে এলাকা ছেড়ে পালায়। গুরুতর জখম অবস্থায় কাশীনাথবাবুকে চিকিৎসার জন্য চন্দননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই দিনই চন্দননগর থানায় অভিযোগ দায়ের হয়েছিল। ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ জয়প্রকাশকে গ্রেফতার করে। পরে অবশ্য সে জামিন পেয়ে যায়। শুক্রবার বিচারক জয়প্রকাশকে দোষী সাব্যস্ত করেন। মঙ্গলবার সাজা শোনান বলে জানান এই মামলার সরকারি আইনজীবী নাসির হালদার।
ধৃত ৩ পাচারকারী। বাংলাদেশে পাচারের সময় গাইঘাটা থানার পুলিশ সোমবার রাতে স্থানীয় বকচরা এলাকায় যশোর রোড থেকে একটি গাড়ি-ভর্তি ১৯টি গরু আটক করল। গ্রেফতার করা হয়েছে তিন পাচারকারীকে। মঙ্গলবার তাদের আদালতে হাজির করানো হয়। পুলিশ তদন্ত শুরু হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement