১৪টি বালির লরি আটক, ধৃত ১৩

নদী থেকে তুলে পাচারের অভিযোগে ১৪টি বালি বোঝাই লরি আটক করল পুলিশ। শুক্রবার রাতে আরামবাগের কালীপুর এবং সংলগ্ন পল্লিশ্রী থেকে ওই লরিগুলি আটক করা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০১৬ ০১:৪৮
Share:

(ছবিতে আটক বালি ভর্তি লরি। নিজস্ব চিত্র।)

নদী থেকে তুলে পাচারের অভিযোগে ১৪টি বালি বোঝাই লরি আটক করল পুলিশ। শুক্রবার রাতে আরামবাগের কালীপুর এবং সংলগ্ন পল্লিশ্রী থেকে ওই লরিগুলি আটক করা হয়। পুলিশ জানায়, ওই বালি বোঝাই লরিগুলি বাঁকুড়ার দিক থেকে কলকাতার দিকে যাচ্ছিল। ১৩ জন চালককে গ্রেফতার করা হয়েছে। ১ জন পলাতক। মাস খানেক ধরে আরামবাগ মহকুমা ও পুলিশ প্রশাসন বালি চুরি রুখতে অভিযান শুরু করেছে। সম্প্রতি হরিণখোলা সংলগ্ন মুণ্ডেশ্বরী নদী থেকে বালি তুলে পাচারের সময় ১৫টি লরি আটক করেছিল পুলিশ। ৫ জন চালককে গ্রেফতারও করা হয়েছিল। পরে গোঘাটের কুমারগঞ্জ এলাকার দ্বারকেশ্বর নদ থেকে বালি তুলে লরিতে পাচার করার সময় ১৩টি লরি-সহ ৬ জন চালককে গ্রেফতার করা হয়। কুমারগঞ্জ এলাকার মোট ৩৫জন অবৈধ বালি কারবারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এছাড়াও আরামবাগ, পুরশুড়া এবং গোঘাট এলাকায় দামোদর, মুণ্ডেশ্বরী এবং দ্বারকেশ্বর থেকে বালি চুরির অভিযোগে বিচ্ছিন্নভাবে প্রতিদিনই প্রায় লরি আটক করা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement