বাড়িতে মিলল দম্পতি ও দুই ছেলেমেয়ের দেহ

শোওয়ার ঘর থেকে উদ্ধার হল স্বামী-স্ত্রী ও দুই সন্তানের মৃতদেহ। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে চন্দননগরের মদনমোহন কলোনিতে। মৃতেরা হলেন সুরজিৎ মণ্ডল (৩৮), অসীমা মণ্ডল (২৭), স্নেহা (১২) ও অতনু (৯)।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

চন্দননগর শেষ আপডেট: ০৯ অগস্ট ২০১৬ ০১:২৭
Share:

(উপরে) সুরজিৎ ও অসীমা। (নীচে) অতনু ও স্নেহা।

শোওয়ার ঘর থেকে উদ্ধার হল স্বামী-স্ত্রী ও দুই সন্তানের মৃতদেহ। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে চন্দননগরের মদনমোহন কলোনিতে। মৃতেরা হলেন সুরজিৎ মণ্ডল (৩৮), অসীমা মণ্ডল (২৭), স্নেহা (১২) ও অতনু (৯)।

Advertisement

পুলিশের অনুমান, ছেলেমেয়ে ও স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করে নিজে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন সুরজিৎ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুরজিৎবাবু পরিবারের বড় ছেলে। বাকি তিন ভাই ও মা আলাদা থাকেন। বেশ কয়েক বছর ধরেই তিনি চুঁচুড়া স্টেশনে ফল বিক্রি করছেন। সম্প্রতি সুরজিৎবাবু চিকিৎসাধীন ছিলেন। পরিবারের দাবি, ব্যবসায় ক্ষতি হওয়ায় তাঁকে ঋণ নিতে হয়েছিল। কিছুদিন ধরে সেই টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দিতে থাকেন ঋণদাতারা। এই নিয়ে পরিবারে অশান্তি হচ্ছিল। অন্য দিনের মতো রবিবার রাতে সকলে খেয়ে শুয়ে পড়েন। কিন্তু সকালে তাঁদের ঘর থেকে বেরোতে দেখা যায়নি। স্থানীয় বাসিন্দারা জানান, ছেলেমেয়েকেও স্কুলে যেতে দেখা যায়নি।

Advertisement

মা টুলুদেবী পরিচারিকার কাজ করেন। তিনি বলেন, ‘‘আমি কাজে বেরনোর সময় প্রতিদিন নাতি-নাতনিরা আমার সঙ্গে দেখা করে যেত। কিন্তু এ দিন তারা দেখা করেনি। ভেবেছিলাম ঘুমোচ্ছে। তাই ওদের আর ডাকিনি। কাজ থেকে ফিরে জানতে পারি ওরা ঘর থেকে বেরোয়নি। কিছু হয়েছে ভেবে দরজা খুলেই দেখি, সামনের ঘরে পাখার সঙ্গে গামছা ও ধুতির ফাঁস লাগিয়ে ঝুলছে ছেলে। পাশে মেঝেতে পড়ে রয়েছে বৌমা। পাশের ঘরে বিছানার উপর নাতি-নাতনির মৃতদেহ পড়ে রয়েছে।’’ চিৎকার করতে করতে তিনি বাইরে এসেই জ্ঞান হারিয়ে ফেলেন। তাঁর দাবি, ‘‘ছেলের অনেক টাকা ধার হয়ে গিয়েছিল। কয়েকদিন ধরেই সে মানসিক অবসাদে ভুগছিল। কিন্তু এমনটা হবে ভাবতেও পারছি না।’’

সুরজিতের বোন মিনি মণ্ডলের অভিযোগ, ‘‘দাদা যাঁদের কাছ থেকে ঋণ নিয়েছিলেন, কয়েকদিন ধরে তাঁরা টাকা ফেরত চেয়ে চাপ দিচ্ছিলেন। সে কারণে দাদা হয়তো এই পথ বেছে নিল।’’ পুলিশ জানায়, ঠিক কী কারণে স্ত্রী, ছেলেমেয়েকে মেরে ওই ব্যবসায়ী নিজে আত্মঘাতী হলেন তা খতিয়ে দেখা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন