সার্ভিস রোডে বসছে বাজার, দুর্ঘটনার আশঙ্কা

মুম্বই রোডের সার্ভিস রোড চলে গিয়েছে হকারদের দখলে। সেখানে বসেই চলছে কেনাবেচা। ক্রেতা বিক্রেতাদের পাশ দিয়ে ছুটে চলেছে দ্রুতগামী বাস এবং ট্রাক। মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। হাওড়ার রানিহাটি এলাকার অবস্থা এরকমই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

সাঁকরাইল শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০১৭ ০১:১৬
Share:

ঝুঁকি নিয়েই বসছে বাজার। নিজস্ব চিত্র।

মুম্বই রোডের সার্ভিস রোড চলে গিয়েছে হকারদের দখলে। সেখানে বসেই চলছে কেনাবেচা। ক্রেতা বিক্রেতাদের পাশ দিয়ে ছুটে চলেছে দ্রুতগামী বাস এবং ট্রাক। মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। হাওড়ার রানিহাটি এলাকার অবস্থা এরকমই।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বহু বছর ধরেই রানিহাটিতে মুম্বই রোডের পাশের ফাঁকা জায়গায় বাজার বসত। ২০০০ সালের গোড়ায় মুম্বই রোড সম্প্রসারণের কাজ শুরু হয়। তখন বাজারটি পিছিয়ে যায়। কিন্তু কয়েক বছর পরেই সেই বাজারটি সম্প্রসারিত মুম্বই রোডে উঠে আসে। এলাকায় গিয়ে দেখা গিয়েছে, মুম্বই রোডের আপ লেনের সার্ভিস রোডটি বর্তমানে বাজারের চেহারা নিয়েছে। সার্ভিস রোডের উপরেই তৈরি হয়েছে গুমটি। শ’খানেক বিক্রেতা সেখানে নিয়মিত বসেন। পাশে দাঁড় করিয়ে রাখা মোটর বাইক এবং সাইকেল। বিভিন্ন জায়গা থেকে কেনাকাটা করতে এসেছেন কয়েক হাজার মানুষ।

প্রশাসন সূত্রে খবর, রানিহাটির বাজারটি ভৌগলিক ভাবে সাঁকরাইল ব্লকের অংশ হলেও সেখানকার বেশিরভাগ ক্রেতা সংলগ্ন পাঁচলা ব্লক থেকে আসেন। তাই সাঁকরাইল পঞ্চায়েত সমিতি থেকে ওই বাজারটিকে পাঁচলা পঞ্চায়েত সমিতির অন্তর্গত কোনও জায়গায় (মুম্বই রোড বাদ দিয়ে) সরিয়ে নিয়ে যেতে বলা হয়েছে। কিন্তু প্রশাসনিক জটিলতায় সেই কাজ এখনও হয়নি। সাঁকরাইল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি জয়ন্ত ঘোষ বলেন, ‘‘মুম্বই রোডের সার্ভিস রোড থেকে বাজারটি সরানো দরকার। পাঁচলা ব্লক প্রশাসনকে সেই কথা বলা হয়েছে।’’

Advertisement

পাঁচলা পঞ্চায়েত সমিতির সভাপতি আব্দুল জলিল জানান, ওই বাজারের জন্য বিকল্প জমি পেলেই সেটি সরানো হবে। স্থানীয় ব্যবসায়ী সমিতির কর্তা দেবাশিষ পালুই বাজারটি সরানোর প্রয়োজনীয়তা স্বীকার করে বলেন, ‘‘বাজারটি যেন রানিহাটি মোড়ের আশপাশেই হয়। না হলে ব্যবসায়ীরা সমস্যায় পড়বেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন