Abbas Siddiqui

মমতাকে হুঁশিয়ারি আব্বাস সিদ্দিকির

আগামী বিধানসভা ভোটে প্রার্থী দেওয়ার কথা আগেই ঘোষণা করেছেন ওই পিরজাদা। চলতি মাসের শেষ সপ্তাহে দলের নাম ঘোষণা করা হবে বলে তিনি জানান।

Advertisement

দীপঙ্কর দে 

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২০ ০৬:১৩
Share:

ফুরফুরায় কৃষি আইন বাতিল ও দিল্লিতে আন্দোলনরত কৃষকদের সমর্থনে আব্বাস সিদ্দিকির মিছিল। — নিজস্ব চিত্র

কেন্দ্রীয় কৃষি আইনের প্রেক্ষিতে চাষিদের বিপক্ষে থাকলে রাজ্য সরকারকে ‘গোড়া সমেত উপড়ে’ দেওয়ার হুঁশিয়ারি দিলেন ফুরফুরা শরিফের পিরজাদা আব্বাস সিদ্দিকি। ওই আইন বাতিল এবং দিল্লিতে আন্দোলনরত চাষিদের সমর্থনে রবিবার বিকেলে তাঁর নেতৃত্বে মিছিল হয়। প্ল্যাকার্ড হাতে কয়েকশো গ্রামবাসী তাতে শামিল হন।

Advertisement

মিছিলের শেষে বক্তব্য পেশ করেন আব্বাস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না-করে তিনি বলেন, ‘‘অনুরোধ করব, আপনি এনআরসির মতো আমাদের ধোঁকা দেবেন না। নয়া কৃষি আইন নিয়ে সব দল যখন রাষ্ট্রপতির কাছে গেল, আপনি প্রতিনিধি পাঠালেন না কেন? আপনি পরিষ্কার করুন, আপনি চাষিদের পক্ষে না বিপক্ষে। পক্ষে থাকলে স্বাগত। না থাকলে গোড়া সমেত তুলে ফেলে দেব।’’ পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওই পিরজাদা বলেন, ‘‘আমরা একটা ফ্রন্ট গঠন করছি। যার ইচ্ছে হবে আসবে। স্বাধীনতার পর থেকে ৭৩ বছর ধরে গরিবদের শোষণ করা হচ্ছে। আমরা সরকার গঠন করতে না পারলে আগামী দিনে আবার শোষণ করা হবে।’’

আগামী বিধানসভা ভোটে প্রার্থী দেওয়ার কথা আগেই ঘোষণা করেছেন ওই পিরজাদা। চলতি মাসের শেষ সপ্তাহে দলের নাম ঘোষণা করা হবে বলে তিনি জানান। আব্বাসের বক্তব্যকে বিশেষ আমল দিতে চাননি জেলা তৃণমূল সভাপতি দিলীপ যাদব। তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের যে কাজ করেছেন, তা নিয়েই আমরা মানুষের দরবারে যাব। আর, কৃষকদের নিয়ে মমতার আন্দোলনের কথা গোটা পৃথিবী জানে। নতুন করে তাঁর কোনও সার্টিফিকেট লাগবে না।’’ আব্বাসকে জবাব দিতে ছাড়েননি পিরজাদা ত্বহা সিদ্দিকিও। তিনি বলেন, ‘‘ওঁর গ্রহণযোগ্যতা নেই। আমরা চাইছি যত তাড়াতাড়ি সম্ভব উনি দল ঘোষণা করুন। তখন আমরা ফুরফুরা শরিফের বাকি পিরজাদারা ওঁর উপরে দীর্ঘনিঃশ্বাস ফেলব।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement