অভিযুক্তরা এখনও অধরা, থানায় বিক্ষোভ

এক মাসের বেশি সময় হয়ে গিয়েছে। অথচ পুলিশ এখনও এক তরুণীকে শ্লীলতাহানিতে অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি। পুলিশের এই ব্যর্থতায় ক্ষুব্ধ হয়ে বুধবার নির্যাতিতাকে স্ট্রেচারে করে এনে থানার সামনে জড়ো হন শ’তিনেক গ্রামবাসী। থানার গেট আটকে ঘণ্টা তিনেক ধরে চলে বিক্ষোভ। পরে পুলিশ অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে বিক্ষোভকারী শান্ত হন। উলুবেড়িয়া থানার ঘটনা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

উলুবেড়িয়া শেষ আপডেট: ০৫ মে ২০১৬ ০২:৩২
Share:

থানার সামনে বিক্ষোভ গ্রামবাসীর।—নিজস্ব চিত্র।

এক মাসের বেশি সময় হয়ে গিয়েছে। অথচ পুলিশ এখনও এক তরুণীকে শ্লীলতাহানিতে অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি। পুলিশের এই ব্যর্থতায় ক্ষুব্ধ হয়ে বুধবার নির্যাতিতাকে স্ট্রেচারে করে এনে থানার সামনে জড়ো হন শ’তিনেক গ্রামবাসী। থানার গেট আটকে ঘণ্টা তিনেক ধরে চলে বিক্ষোভ। পরে পুলিশ অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে বিক্ষোভকারী শান্ত হন। উলুবেড়িয়া থানার ঘটনা।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, গত ২৩ মার্চ চেঙ্গাইলের বাসিন্দা ওই তরুণী দুপুরে বাড়ির পাশের পুকুরে স্নান করতে যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় জনা ৫-৬ যুবক তাঁকে ঘিরে ধরে। তাঁর শ্লীলতাহানী করে অন্যত্র তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তরুণীর চেঁচামেচিতে প্রতিবেশীরা ছুটে আসেন। তাঁদের দেখে যুবকেরা ওই তরুণীকে রেল লাইনের ধারে ফেলে রেখে পালিয়ে যায়।

ওই দিনের ঘটনায় তরুণী বেশ আহত হন। তাঁকে কয়েকদিন হাসপাতালে ভর্তি থাকতেও হয়েছিল। ওই তরুণীর পরিবারের অভিযোগ, থানায় যুবকদের নামে লিখিত অভিযোগ করা হয়েছিল। এত দিন হয়ে গেল পুলিশ কাউকেই গ্রেফতার করতে পারেনি। উল্টে ওই অভিযুক্তরা তাঁদের হুমকি দিচ্ছে। এত দিন কেটে যাওয়ার পরেও কেন পুলিশ তাদের ধরতে পারেনি— এই প্রশ্ন তুলে এ দিন এলাকার বাসিন্দা ও আত্মীয়রা ওই তরুণীকে স্ট্রেচারে করে থানায় নিয়ে যান। থানার সামনে শুইয়েও দেন। গ্রামবাসীদের মধ্যে ছিলেন অনেক মহিলাও। তাঁদের অভিযোগ, পুলিশ ইচ্ছে করে অভিযুক্তদের ধরছে না। পুলিশ অবশ্য গ্রামবাসীদের এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, কয়েকবার অভিযুক্তদের ধরার জন্য তল্লাশি চালানো হয়েছে। কিন্তু তাদের বাগে আনা যায়নি। তাই বলে এত দিন সময় লাগবে? এ প্রশ্নের উত্তর অবশ্য মেলেনি। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের ধরার জন্য ফের তল্লাশি অভিযান করা হবে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন