ফের গুজব, মহিলাকে উদ্ধার কানাইপুরে

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ওই এলাকায় এক মহিলা তাঁর ছেলেকে নিয়ে ভাড়া থাকেন। এ দিন বিকে‌লে স্থানীয় বাসিন্দাদের একাংশ ‘ছেলেধরা’ গুজব তুলে ওই মহিলার বাড়িতে হামলা চালায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

উত্তরপাড়া শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০১৯ ০২:৫১
Share:

প্রতিরোধ: মাধ্যমিক পরীক্ষা শেষ হতেই গুজব নিয়ে মাইকে সচেতনতা প্রচার শুরু পুলিশের। আরামাবােগ। ছবি: মোহন দাস

‘ছেলেধরা’ সন্দেহে এক মহিলার উপর চড়াও হল স্থানীয় বাসিন্দারা। পুলিশ এবং স্থানীয় পঞ্চায়েতের লোকজন‌ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেন। শনিবার হুগলির কানাইপুর পঞ্চায়েতের বড় বহেরার ঘটনা।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ওই এলাকায় এক মহিলা তাঁর ছেলেকে নিয়ে ভাড়া থাকেন। এ দিন বিকে‌লে স্থানীয় বাসিন্দাদের একাংশ ‘ছেলেধরা’ গুজব তুলে ওই মহিলার বাড়িতে হামলা চালায়। কয়েক জন মারমুখী হয়ে ওঠে বলে অভিযোগ। খবর পেয়ে উত্তরপাড়া থানার আইসি সুপ্রকাশ পট্টনায়েক বাহিনী পাঠান। পঞ্চায়েত প্রধান আচ্ছা‌লাল যাদব-সহ কয়েক জন সদস্যও আসেন। এরপরই জনতাকে হঠিয়ে দেয় পুলিশ।

চন্দননগর কমিশনারেটের আধিকারিকরা জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছনোয় অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো গিয়েছে। পুলিশের তরফে এলাকায় মাইক প্রচার করা হয়। গুজব না ছড়ানো এবং অপপ্রচারে কান না দেওয়ার অনুরোধ জানানো হয় সাধারণ মানুষকে। কোনও ঘটনা ঘটলে পুলিশকে তা জানানোর আবেদন জানানো হয়। শুক্রবার তারকেশ্বরে প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বিষয়টি নিয়ে সবাইকে সতর্ক করে দেন। তিনি বলেন, ছেলেধরা গুজব রটানো হচ্ছে। কিছু ঘটলে সাধারণ মানুষ যেন আইন হাতে তুলে না নিয়ে পুলিশকে জানান।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন