প্রৌঢ়কে মারধরের অভিযোগ

এক প্রৌঢ়কে মারধরের অভিযোগ উঠল পড়শি এক ব্যক্তির বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় মইনুল ইসলাম মোল্লা নামে ওই প্রৌঢ়কে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে শ্যামপুরের বাড়গ্রামে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শ্যামপুর শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৬ ০১:৫১
Share:

জখম মইনুল ইসলাম।— নিজস্ব চিত্র।

এক প্রৌঢ়কে মারধরের অভিযোগ উঠল পড়শি এক ব্যক্তির বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় মইনুল ইসলাম মোল্লা নামে ওই প্রৌঢ়কে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে শ্যামপুরের বাড়গ্রামে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে কংগ্রেস কর্মী মইনুল বাড়ির কাছে কলতলায় বসে ব্রাস করছিলেন। সেখানে আসেন শেখ মুজিবর নামে এক পড়শি। তিনি তৃণমূল কর্মী। দু’জনের মধ্যে কোনও বিষয়কে কেন্দ্র করে ঝামেলা বেধে যায়। মইনুলের পরিবারের অভিযোগ, তাঁকে ছুরি দিয়ে আঘাত করা হয়। ওই প্রৌঢ়ের ভাই কামরুল মোল্লার দাবি, ‘‘আমরা কংগ্রেস করি। তাই আমাদের উপরে স্থানীয় তৃণমূলের রাগ রয়েছে। বিভিন্ন সময় আমাদের হুমকি দেওয়া হয়। ভয়ে দাদা উলুবেড়িয়ায় থাকছেন কয়েক মাস ধরে। মঙ্গলবার দাদা বাড়িতে আসেন। আর বৃহস্পতিবার সকালেই তাঁর উপর চড়াও হয় মুজিবর।’’ পুলিশ জানায়, ওই প্রৌঢ়ের পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। মুজিবরও শ্যামপুর থানায় তাঁকে মারধরের লিখিত অভিযোগ দায়ের করেছেন মইনুলের বিরুদ্ধে। এ দিন হাসপাতালে মইনুলকে দেখতে যান কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তী। তিনি বলেন, ‘‘আমাদের কর্মীদের ভয় দেখাচ্ছে তৃণমূল। মিথ্যা মামলায় জড়াচ্ছে, মারধর করছে।’’ এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে তৃণমূল নেতা তথা শ্যামপুর ২ পঞ্চায়েত সমিতির সহসভাপতি জুলফিকার আলি মোল্লা বলেন, ‘‘এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। স্থানীয় একটি বিষয়।’’ পুলিশ জানায়, তদন্তে সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন