জুয়ার আসরে দুষ্কৃতী খুন

জুয়ার আসরে গুলি করে খুন করা হল এক দুষ্কৃতীকে। বৃহস্পতিবার রাতে রিষড়ার হেস্টিংস জুটমিল মাঠে ওই ঘটনায় নিহতের নাম মহম্মদ আকবর ওরফে গুড্ডু (২৬)। তার বাড়ি রিষড়ার ছাই রোডে। পুলিশের অনুমান, পরিকল্পিত ভাবে তাকে টোপ দিয়ে ডেকে খুন করে হুগলির ‘ত্রাস’ রমেশ মাহাতোর দলবল। তবে, শুক্রবার রাত পর্যন্ত খুনের ঘটনায় কাউকে পুলিশ ধরতে পারেনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ মে ২০১৫ ০১:২২
Share:

জুয়ার আসরে গুলি করে খুন করা হল এক দুষ্কৃতীকে। বৃহস্পতিবার রাতে রিষড়ার হেস্টিংস জুটমিল মাঠে ওই ঘটনায় নিহতের নাম মহম্মদ আকবর ওরফে গুড্ডু (২৬)। তার বাড়ি রিষড়ার ছাই রোডে। পুলিশের অনুমান, পরিকল্পিত ভাবে তাকে টোপ দিয়ে ডেকে খুন করে হুগলির ‘ত্রাস’ রমেশ মাহাতোর দলবল। তবে, শুক্রবার রাত পর্যন্ত খুনের ঘটনায় কাউকে পুলিশ ধরতে পারেনি।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুড্ডু-সহ পাঁচ-সাত জন দুষ্কৃতী ওই রাতে জুয়ার আসরে বসে। রাত সাড়ে ১২টা নাগাদ আচমকাই গুড্ডুর মাথা লক্ষ করে খুব কাছ থেকে পর পর দু’টি গুলি করে তার সঙ্গীরা। গুড্ডু পালানোর সুযোগ পাননি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছনোর আগেই তার মৃত্যু হয়। গুড্ডু এবং তার ভাই গব্বরও দীর্ঘদিন ধরে অপরাধমূলক কাজকর্মে যুক্ত। ঘটনাস্থল থেকে পুলিশ মোট পাঁচটি মোবাইল এবং একটি মোটরবাইক উদ্ধার করে। রিষড়ার দুষ্কৃতী পঙ্কজ দুবে এবং হিন্দমোটরের দুষ্কৃতী রহিত দুবে ওই রাতে ঘটনাস্থলে ছিল বলে পুলিশ জেনেছে। তারা রমেশের দলে যুক্ত। গুড্ডু দীর্ঘদিন এলাকা ছাড়া ছিল। ইদানীং কাশীপুরে থাকছিল বলে তদন্তকারীদের দাবি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement