ট্রে‌নের ধাক্কায় মৃত্যু পুলিশ কর্মীর

তারকেশ্বরে শ্রাবণী মেলায় যাওয়ার পথে বহু মানুষ শেওড়াফুলি হয়ে গঙ্গার বিভিন্ন ঘাটে জল তোলেন। তার পরে পায়ে হেঁটে তারকেশ্বরে যান। সেই কারণে শনি ও রবিবার শেওড়াফুলি স্টেশনে মাত্রাছাড়া ভিড় হয়। সেই ভিড় সামাল দেওয়ার জন্য অন্যান্য জায়গা থেকে রেল পুলিশের কর্মীদের এখানে মোতায়েন করা হয়। কমলাকান্তবাবুরও তেমনই দায়িত্ব পড়েছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০১৮ ০০:৩৩
Share:

পথচলতি মানুষ যাতে নির্বিঘ্নে লেভেল ক্রসিং পেরোতে পারেন, তা তদারকি করছিলে‌ন রেল পুলিশের এক কর্মী। কাজের মাঝেই মৃত্যু হল কমলাকান্ত মুখোপাধ্যায় (৫০) নামে ওই অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টরের (এএসআই)। শনিবার সন্ধ্যায় পূর্ব রেলের শেওড়াফুলি স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটে।

Advertisement

রেল পুলিশ জানিয়েছে, কমলাকান্তবাবুর বাড়ি মুর্শিদাবাদের সালারে। থাকতেন কৃষ্ণনগর পুলিশ লাইনে। কাটোয়া জিআরপি-তে কর্মরত ছিলেন। তারকেশ্বরে শ্রাবণী মেলায় যাওয়ার পথে বহু মানুষ শেওড়াফুলি হয়ে গঙ্গার বিভিন্ন ঘাটে জল তোলেন। তার পরে পায়ে হেঁটে তারকেশ্বরে যান। সেই কারণে শনি ও রবিবার শেওড়াফুলি স্টেশনে মাত্রাছাড়া ভিড় হয়। সেই ভিড় সামাল দেওয়ার জন্য অন্যান্য জায়গা থেকে রেল পুলিশের কর্মীদের এখানে মোতায়েন করা হয়। কমলাকান্তবাবুরও তেমনই দায়িত্ব পড়েছিল। শনিবার সন্ধ্যায় শেওড়াফুলি স্টেশনের কাছে ৯ নম্বর রেলগেটে ভিড় সামলানোর কাজ করছিলেন তিনি। সন্ধ্যা সওয়া সাতটা নাগাদ আপ ব্যান্ডেল লোকাল স্টেশন থেকে ছাড়ার পরেই ট্রেনটি ধাক্কা মারে কমলাকান্তবাবুকে। তিনি লুটিয়ে পড়েন। শেওড়াফুলি জিআরপি এবং আরপিএফের কর্মীরা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাঁকে শ্রীরামপুর ওয়া‌লশ হাসপাতালে নিয়ে যান। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাঁকে কলকাতার ইএম বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রবিবার ভোরে সেখানেই তাঁর মৃত্যু হয়। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement