বটানিক্যাল গার্ডেনে ব্যাগ ছিনতাই

পুলিশ জানিয়েছে, ক’দিন আগে বেঙ্গালুরু থেকে কলেজ মোড়ের কাছে শ্বশুরবাড়িতে আসেন ওই মহিলা। পুলিশকে তিনি জানান, এ দিন গার্ডেনের নদীর পাড়ে হাঁটার সময় পিছন থেকে এক দুষ্কৃতী এসে কাঁধের ব্যাগ ধরে টানাটানি শুরু করে। শেষে তাঁকে ধাক্কা মেরে ফেলে ব্যাগ নিয়ে পাঁচিল টপকে পালায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হাওড়া শেষ আপডেট: ১০ অগস্ট ২০১৭ ০৩:৫৭
Share:

তদন্ত: ঘটনাস্থলে পুলিশ। —নিজস্ব চিত্র।

প্রতিদিনের অভ্যাস মতো হাঁটতে বেরিয়েছিলেন বছর তিরিশের এক বধূ। তখনই এক দুষ্কৃতী তাঁর ব্যাগ ছিনিয়ে নিয়ে তাঁকে ধাক্কা মেরে ফেলে দিয়ে পালায়। বুধবার সকালে, বটানিক্যাল গার্ডেনের ঘটনা। কেন্দ্রীয় সরকার পরিচালিত ওই উদ্যানে এমন ঘটনায় প্রশ্ন উঠেছে সেখানকার নিরাপত্তা নিয়ে।

Advertisement

পুলিশ জানিয়েছে, ক’দিন আগে বেঙ্গালুরু থেকে কলেজ মোড়ের কাছে শ্বশুরবাড়িতে আসেন ওই মহিলা। পুলিশকে তিনি জানান, এ দিন গার্ডেনের নদীর পাড়ে হাঁটার সময় পিছন থেকে এক দুষ্কৃতী এসে কাঁধের ব্যাগ ধরে টানাটানি শুরু করে। শেষে তাঁকে ধাক্কা মেরে ফেলে ব্যাগ নিয়ে পাঁচিল টপকে পালায়। টানাটানিতে মহিলার গলায় কিছুটা কেটেও যায়। তাঁর চিৎকারে নিরাপত্তারক্ষীরা ছুটে আসেন। খবর যায় থানায়।

সূত্রের খবর, ২৭১ একর উদ্যানটিতে স্থায়ী নিরাপত্তারক্ষী রয়েছেন ৯ জন, বেসরকারি ২২ জন। গার্ডেনের যুগ্ম অধিকর্তা অরবিন্দ প্রামাণিক বলেন, ‘‘এত কম রক্ষী সত্ত্বেও প্রতিনিয়ত নজরদারির চেষ্টা চলে। কিন্তু লোকজনদের নিজেদেরও সতর্ক হওয়া প্রয়োজন।’’ হাওড়া সিটি পুলিশের এসিপি (দক্ষিণ) গুলাম সার‌ওয়ার বলেন, ‘‘সিসিটিভির ছবি দেখে দুষ্কৃতীকে শনাক্ত করার
চেষ্টা চলছে।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন