Bandel Church

বড়দিনে ব্যান্ডেল চার্চের মাঠেও প্রবেশ নিষেধ

গেটের বাইরে থেকে দর্শনার্থীরা জিশুকে শ্রদ্ধা জানাতে পারবেন। দেখতে পারবেন জিশুর জন্ম-কাহিনি সংবলিত ‘গোশালা’।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২০ ০৫:৩৪
Share:

ফাঁকা ব্যান্ডেল চার্চ। —নিজস্ব চিত্র।

দীর্ঘদিন ধরেই বড়দিন এবং ইংরেজি নতুন বছরের প্রথম দিন ব্যান্ডেল চার্চের ভিতরে দর্শনার্থীদের প্রবেশ নিষেধ। তবে, তাঁরা চার্চের মাঠে যেতে পারতেন। সেখানে ভিড় হত। এ বার করোনা আবহে মাঠে প্রবেশেও নিষেধাজ্ঞা জারি করলেন চার্চ কর্তৃপক্ষ। গেটের বাইরে থেকে দর্শনার্থীরা জিশুকে শ্রদ্ধা জানাতে পারবেন। দেখতে পারবেন জিশুর জন্ম-কাহিনি সংবলিত ‘গোশালা’।

Advertisement

এই বিধিনিষেধের কথা জানিয়ে চার্চের ফাদার ফ্রান্সিস বলেন, ‘‘অতিমারির কারণে জনসমাগম এড়াতেই এই সিদ্ধান্ত। মধ্যরাতের প্রার্থনাসভাও বাতিল হয়েছে। বিশেষ প্রার্থনাসভার আয়োজন করা হচ্ছে। তা-ও বিধিনিষেধ মেনেই পালন করা হবে। সাধারণ মানুষের জন্য চার্চের তরফে প্রার্থনা করা হবে।’’ একই ভাবে ওই দু’দিন চন্দননগরের রোমান ক্যাথলিক চার্চের দরজাও বন্ধ থাকছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement