চুল কাটায় রসিকতা, খুন কিশোর

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই রাতে চাঁপদানির নুরি লেনের বাসিন্দা শামিম পুরসভা লাগোয়া ইন্দিরা ময়দানে বসেছিল বন্ধুদের সঙ্গে। সে সময়ই তাদের সঙ্গে যোগ দেয় খালপাড়ের বাসিন্দা দিলসাদ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০১৮ ০১:৫৩
Share:

নিহত: মহম্মদ শামিম।

ছোট ছোট করে চুল কেটে এসেছিল বন্ধু, তা নিয়েই হাসাহাসি। আর তারই জেরে প্রাণ গেল এক কিশোরের। বুধবার রাতে ভদ্রেশ্বরের চাঁপদানির ঘটনা। পুলিশ জানিয়েছে মৃত মহম্মদ শামিম (১৬) দশম শ্রেণির ছাত্র। ঘটনায় গ্রেফতার করা হয়েছে মহম্মদ দিলসাদ নামে বছর কুড়ির এক যুবককে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই রাতে চাঁপদানির নুরি লেনের বাসিন্দা শামিম পুরসভা লাগোয়া ইন্দিরা ময়দানে বসেছিল বন্ধুদের সঙ্গে। সে সময়ই তাদের সঙ্গে যোগ দেয় খালপাড়ের বাসিন্দা দিলসাদ। তার মাথায় ছোট ছোট করে কাটা চুল দেখে হাসতে শুরু করে শামিম। তাতেই ক্ষিপ্ত হয়ে ওঠে দিলসাদ। বচসা থেকে শুরু হয় হাতাহাতি। এলাকার বাসিন্দা ও অন্য বন্ধুদের মধ্যস্থতায় তখনকার মতো ঝগড়া মিটে যায়। ফিরে যায় দিলসাদ।

কিছু পরেই খালপাড় থেকে কিছু যুবককে নিয়ে হাজির হয় সে। রাত সাড়ে ১০টা নাগাদ জনা দশেক যুবক ইন্দিরা ময়দানে শামিমের উপর চড়াও হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাথমিক ভাবে সেই চুল কাটা নিয়েই তর্কাতর্কি হয়। তারপর হঠাৎ শামিমের উপর ঝাঁপিয়ে পড়ে যুবকের দল। কিছু বুঝে ওঠার আগেই শামিমকে মারধর করে মাঠে শুইয়ে দেয় ওই যুবকেরা।

Advertisement

শামিমকে উদ্ধার করে গৌরহাটি ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। দিলসাদ ও তার দলবলের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে শামিমের পরিবার। পুলিশ জানিয়েছে, এলাকায় তল্লাশি চালিয়ে দিলসাদকে গ্রেফতারও করা হয়েছে।

বৃহস্পতিবার সামিমের মা সাহানজ বেগম বলেন, ‘‘সামনের বছর আমার ছেলেটার মাধ্যমিক। গরমের মধ্যে পড়াশোনা শেষ করে মাঠে গিয়ে হাওয়া খেত রোজই। এ রকম হবে আমি ভাবতেও পারিনি।’’

চন্দননগরের পুলিশ কমিশনার অজয় কুমার বলেন, ‘‘খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। সবদিক খতিয়ে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement