টুকরো খবর

রাস্তা ও জঙ্গল সাফাইয়ের লোক নিয়োগকে কেন্দ্র করে তৃণমূলের দুই পঞ্চায়েত সদস্যের গোলমালে বুধবার উত্তেজনা ছড়াল হাওড়ার দুইল্যা পঞ্চায়েতে। এক তৃণমূল সদস্যাকে মারধরের অভিযোগ উঠল দলেরই এক সদস্যের বিরুদ্ধে।

Advertisement
শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৪ ০০:৪১
Share:

দলীয় পঞ্চায়েত সদস্যকে মার, অভিযুক্ত তৃণমূল সদস্য

Advertisement

নিজস্ব সংবাদদাতা • সাঁকরাইল

রাস্তা ও জঙ্গল সাফাইয়ের লোক নিয়োগকে কেন্দ্র করে তৃণমূলের দুই পঞ্চায়েত সদস্যের গোলমালে বুধবার উত্তেজনা ছড়াল হাওড়ার দুইল্যা পঞ্চায়েতে। এক তৃণমূল সদস্যাকে মারধরের অভিযোগ উঠল দলেরই এক সদস্যের বিরুদ্ধে। ওই সদস্যা রীতা রায়ের অভিযোগ, তপন মিত্র তাঁকে প্রকাশ্য রাস্তায় মারধর করেন। তাঁর মুখে, চোখে, বুকে ঘুসি মারা হয়। মারের চোটে তিনি মাটিতে পড়ে যান। তাঁর পোশাকও ছিঁড়ে দেওয়া হয়। আহত রীতাদেবী আন্দুলের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তপনবাবু অবশ্য অভিযোগ মানেননি। তাঁর পাল্টা দাবি, রীতাদেবীই তাঁকে মারধর করেছেন। তৃণমূলের হাওড়া জেলা (শহর) সভাপতি অরূপ রায় বলেন, “ঘটনাটি শুনেছি। স্থানীয় নেতৃত্বের কাছে পুরো ঘটনার রিপোর্ট চেয়েছি। রিপোর্ট পেলে ব্যবস্থা নেওয়া হবে।” সন্ধ্যায় দু’পক্ষই থানায় অভিযোগ করেছে। তপনবাবু দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রের সভাপতি।

Advertisement

প্রধান তৃণমূলের

নিজস্ব সংবাদদাতা • সিঙ্গুর

অনাস্থায় জয় এসেছিল আগেই। এ বার সিঙ্গুর ব্লকের দু’টি পঞ্চায়েতে তৃণমূলের প্রধান নির্বাচিত হলেন। বারুইপাড়া-পলতাগড় এবং বিঘাটি পঞ্চায়েতে বুধবার প্রধান নির্বাচনের তারিখ ছিল। প্রশাসন সূত্রের খবর, বারুইপাড়া-পলতাগড়ে প্রধান হন জয়দেব বাঢ়। বিঘাটি পঞ্চায়েতে ৬-৪ ব্যবধানে জিতে প্রধান হয়েছেন তৃণমূলের পার্বতী ঘোষ।

খুলছে ডানলপ

তিন বছর বন্ধ থাকার পরে আজ, বৃহস্পতিবার খুলছে সাহাগঞ্জের ডানলপ। পুজোর মুখে কারখানা খোলার খবরে খুশির হাওয়া বইলেও সংশয় কাটছে না। শ্রমিকের একাংশের বক্তব্য, “উৎপাদন হবে কী ভাবে? অধিকাংশ যন্ত্রাংশই তো চুরি হয়ে গিয়েছে।” যা-ই হোক, গেটের সামনে মঞ্চ বাঁধা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সেখানে উপস্থিত থাকার কথা শ্রমমন্ত্রী মলয় ঘটক, শ্রম দফতরের প্রতিমন্ত্রী তপন দাশগুপ্তের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement