টুকরো খবর

পুরপ্রধান ও এক কাউন্সিলরের কাছে হুমকি এসএমএস আসার অভিযোগ উঠল চুঁচুড়ায়। ওই এসএমএসে স্থানীয় তৃণমূল বিধায়ক অসিত মজুমদারকে বেশি সক্রিয় হতে নিষেধ করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পুরপ্রধান গৌরীকান্ত মুখোপাধ্যায় এবং ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঝন্টু বিশ্বাস। গৌরীকান্তবাবুর দাবি, “১০ নভেম্বর আমার ফোনে ওই এসএমএস এসেছিল। তাতে চুঁচুড়ার বিধায়ক অসিতবাবুকে বেশি সক্রিয় হতে নিষেধ করা হয়েছে।

Advertisement
শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০১৪ ০০:০৪
Share:

পুরপ্রধানকে হুমকি, নালিশ
নিজস্ব সংবাদদাতা • চুঁচুড়া

Advertisement

পুরপ্রধান ও এক কাউন্সিলরের কাছে হুমকি এসএমএস আসার অভিযোগ উঠল চুঁচুড়ায়। ওই এসএমএসে স্থানীয় তৃণমূল বিধায়ক অসিত মজুমদারকে বেশি সক্রিয় হতে নিষেধ করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পুরপ্রধান গৌরীকান্ত মুখোপাধ্যায় এবং ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঝন্টু বিশ্বাস। গৌরীকান্তবাবুর দাবি, “১০ নভেম্বর আমার ফোনে ওই এসএমএস এসেছিল। তাতে চুঁচুড়ার বিধায়ক অসিতবাবুকে বেশি সক্রিয় হতে নিষেধ করা হয়েছে। শনিবার মোবাইল ঘাঁটতে গিয়ে এসএমএসটি দেখি” ঝন্টুবাবুর মোবাইলেও ওই একই এসএমএস এসেছে বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, যে নম্বর থেকে এসএমএস এসেছে সেটি নদিয়ার। তদন্ত চলছে। অসিতবাবু বলেন, “ কে বা কারা এই এসএমএস করেছে বুঝতে পারছি না। পুলিশ গোটা বিষয়টি দেখছে।”

Advertisement

রেল সেতুর নীচে ট্রেলার আটকে দুর্ভোগ

রেল সেতুর নীচ দিয়ে যাওয়ার সময়ে সেতুর আগে লাগানো লোহার বাফার ভেঙে তার নীচে আটকে গেল কন্টেনার-সহ একটি বড় ট্রেলার। শুক্রবার ভোরে, দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া শাখার দাশনগর স্টেশনের কাছে হাওড়া-আমতা রোডে। ঘটনায় কেউ হতাহত হননি। তবে এর জেরে কিছুক্ষণের জন্য ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, হাওড়া-আমতা রোডে বড় ট্রেলার ঢোকা নিষেধ। তবু এ দিন ১২ চাকার ট্রেলারটি ওই রাস্তায় ঢুকে পড়ে। পুলিশ জানায়, উঁচু কন্টেনার-সহ সেটি সোজা দাশনগর রেল সেতুর দিকে যাচ্ছে দেখে এলাকার কয়েকটি চায়ের দোকানের মালিক চিৎকার করে যেতে নিষেধ করেন। কিন্তু ট্রেলার চালক সে সব না শুনে এগোলে প্রথমে সেতুর আগে লোহার বাফার ভেঙে যায়। এর পরে সেতুর নীচে গিয়ে ট্রেলারটি মাথা আটকে যায়। পুলিশ জানায়, ঘটনার পরই ট্রেলারের চালক ও খালাসি পালিয়ে যায়। কিছুক্ষণের মধ্যে যানজট হয়ে যায়। পরে ক্রেন এনে ট্রেলারটি সরানো হয়। খবর পেয়ে দক্ষিণ-পূর্ব রেল ওই লাইনে কিছুক্ষণের জন্য ট্রেন চলাচল বন্ধ করে দেয়। পরে রেলের ইঞ্জিনিয়ারেরা সেতুর কোনও ক্ষতি হয়নি বলে জানালে ফের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বাড়িতে আগুন

আগুন লেগে হুগলির খানাকুলের রামচন্দ্রপুর গ্রামের রাজবংশীপাড়ার ১৭টি মাটির বাড়ি পুড়ে গেল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, উনুন থেকেই আগুন লাগে। খানাকুল ২ বিডিও অনুপকুমার মণ্ডল জানান, পরিবারগুলিকে চাল, ত্রিপল, জামাকাপড় এবং শীতবস্ত্র দেওয়া হয়েছে। তাঁদের পুনর্বাসন নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে পদক্ষেপ করা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন