টুকরো খবর

হাওড়ার জগত্‌বল্লভপুর পঞ্চায়েত সমিতিতে নতুন সভাপতি নির্বাচন করা হল। বুধবার নতুন সভাপতি নির্বাচনে ভোটাভুটি হয়। তৃণমূল শাসিত পঞ্চায়েত সমিতিতে সভাপতির পদে প্রতিদ্বন্দ্বিতা করেন শিক্ষা কর্মাধ্যক্ষ হাফিজুর রহমান ও প্রাক্তন সভাপতি মহম্মদ ইব্রাহিম।

Advertisement
শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০১৪ ০০:৩৮
Share:

পঞ্চায়েত সমিতিতে ভোটে জয়ী তৃণমূল

Advertisement

নিজস্ব সংবাদদাতা • জগত্‌বল্লভপুর

হাওড়ার জগত্‌বল্লভপুর পঞ্চায়েত সমিতিতে নতুন সভাপতি নির্বাচন করা হল। বুধবার নতুন সভাপতি নির্বাচনে ভোটাভুটি হয়। তৃণমূল শাসিত পঞ্চায়েত সমিতিতে সভাপতির পদে প্রতিদ্বন্দ্বিতা করেন শিক্ষা কর্মাধ্যক্ষ হাফিজুর রহমান ও প্রাক্তন সভাপতি মহম্মদ ইব্রাহিম। ২৩টি ভোট পেয়ে জিতে যান হাফিজুর। মহম্মদ ইব্রাহিম পান ১৪টি ভোট। সমিতির ৪১ জন সদস্যের মধ্যে ২৫ জন তৃণমূলের। এক জন কংগ্রেসের। বাকি ১৫ জন সিপিএমের। এ দিনের ভোটাভুটিতে তৃণমূলের দলীয় ভোট যেমন ভাগ হয়েছে, তেমনই সিপিএএমের যে ১১ জন সদস্য এদিন ভোটাভুটিতে অংশ নেন তাঁদের ভোটও দু’জন প্রার্থীর মধ্যে ভাগাভাগি হয়েছে। সিপিএমের দলীয় নেতৃত্ব জানান ভোটাভুটি থেকে বিরত থাকার জন্য শীর্ষ নেতৃত্ব থেকে সদস্যদের নিষেধ করা হয়েছিল। কিন্তু সেই নির্দেশ অমান্য করে দলের ১১ জন সদস্য যে যার পছন্দমতো ভোট দিয়েছেন। তবে চার জন সিপিএম সদস্য ভোট দিতে আসেননি। তাঁদের বক্তব্য, দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশ মেনেই তাঁরা ভোট দিতে আসেননি।

Advertisement

ডুবুরি নামাতেই উদ্ধার মৃতদেহ

নিজস্ব সংবাদদাতা • শ্রীরামপুর

ডুবুরি নামাতেই বুধবার গঙ্গায় তলিয়ে যাওয়া শ্রীরামপুরের খটিরবাজারের বাসিন্দা অমর প্রধানের দেহ উদ্ধার হল। গত সোমবার সকাল সাড়ে ১১টা নাগাদ এক বন্ধুর সঙ্গে স্থানীয় সুরকি ঘাটে স্নান করতে গিয়ে ওই যুবক ডুবে যান। ডুবুরি আনার দাবিতে মঙ্গলবার বাসিন্দারা দফায় দফায় জিটি রোড অবরোধ করেন। এ দিন কলকাতা থেকে ডুবুরি এনে নামানো হলে দেহ উদ্ধার হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন