ধাবায় মদ বিক্রি বন্ধে শুরু অভিযান

সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল গত ডিসেম্বর মাসের মাঝামাঝি। সেই নির্দেশ মতো শুক্রবার রাতে আরামবাগ মহকুমায় রাজ্য সড়কগুলির ধারে থাকা ধাবায় মদ বিক্রির বিরুদ্ধে অভিযান শুরু করল পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আরামবাগ শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০১৭ ০২:০১
Share:

সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল গত ডিসেম্বর মাসের মাঝামাঝি। সেই নির্দেশ মতো শুক্রবার রাতে আরামবাগ মহকুমায় রাজ্য সড়কগুলির ধারে থাকা ধাবায় মদ বিক্রির বিরুদ্ধে অভিযান শুরু করল পুলিশ। নেতৃত্বে ছিলেন এসডিপিও (আরামবাগ) হরেকৃষ্ণ পাই। ওই দিন আরামবাগ-তারকেশ্বর রোডের বলরামপুরে একটি ধাবা থেকে দেশি-বিদেশি মিলিয়ে প্রায় লক্ষাধিক টাকার বেআইনি মদ উদ্ধার হয়। ধাবার মালিক বাবা-ছেলেকে গ্রেফতার করা হয়েছে। ধৃতেরা হলেন বিবেক দাস এবং ছেলে নাড়ুগোপাল। জেলা পুলিশের তরফে জানানো হয়, এই অভিযান লাগাতার চলবে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্য বা জাতীয় সড়কের ৫০০ মিটারের মধ্যে কোনও মদ বিক্রি করা যাবে না।

Advertisement

পুলিশ সূত্রে জানা যায়, মহকুমার আরামবাগ-তারকেশ্বর, আরামবাগ-বর্ধমান, আরামবাগ-কোতলপুর এবং আরমাবাগ-রামজীবনপুর— এই চারটি রাজ্য সড়কের ধারে অসংখ্য দোকান ও ধাবা আছে। যেগুলি থেকে মদ বিক্রি হয় বলে অভিযোগ বার বার উঠেছে। একটি জনস্বার্থ মামলার ভিত্তিতে গত ১৬ ডিসেম্বর সুপ্রিম কোর্ট রায় দেয়, জাতীয় ও রাজ্য সড়কের ধারে মদ বিক্রি করা যাবে না। ওই দুই ধরনের সড়কের ৫০০ মিটারের মধ্যে কোনও মদের দোকান থাকবে না। এমনকী ওই সংক্রান্ত বিজ্ঞাপন-বিজ্ঞপ্তিও রাখা যাবে না। এই নির্দেশ কার্যকর করতে প্রত্যেক রাজ্যের মুখ্যসচিব এবং পুলিশ প্রধানদের নির্দেশ দেওয়া হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন