দুর্ঘটনার বলি শিশু, দুর্ঘটনাগ্রস্ত ডাম্পার সরালো স্থানীয়রাই

মামার বাড়ি থেকে ফেরার পথে পথ দুর্ঘটনায় প্রাণ গেল বছর সাতেকের এক শিশুর। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টা নাগাদ ঘটনাটি ঘটে উলুবেড়িয়ার পিরতলার কাছে মুম্বই রোডে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জুলাই ২০১৫ ১৭:১১
Share:

ঘাতক গাড়িটিকে ঘিরে রয়েছে উত্তেজিত জনতা। —নিজস্ব চিত্র।

মামার বাড়ি থেকে ফেরার পথে পথ দুর্ঘটনায় প্রাণ গেল বছর সাতেকের এক শিশুর। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টা নাগাদ ঘটনাটি ঘটে উলুবেড়িয়ার পিরতলার কাছে মুম্বই রোডে। পুলিশ জানিয়েছে, মৃত ওই শিশুর নাম আনিসুল জমাদার। দুর্ঘটনায় জখম হয়েছেন তিন শিশু-সহ এক মহিলা। তাঁরা উলুবেড়িয়া হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

পুলিশ সূত্রের খবর, এ দিন বৃষ্টিতে রাস্তা পিছল ছিল। সে কারণে মুম্বই রোডে একটি ডাম্পার পিছলে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লোকেদের ধাক্কা মারে। ঘটনার পর চালক গাড়ি ফেলে রেখে পালায়। স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনাস্থলে এসে পৌঁছতে পুলিশের অনেক সময় লাগে। স্থানীয়রাই লরির সাহায্যে দড়ি বেঁধে ডাম্পারটিকে সরিয়ে দেন। এর পর ডাম্পারে চাপা পড়ে যাওয়া আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই আনিসুলকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement