অমিত শাহ বনাম রাহুল গান্ধী। দ্বৈরথে তপ্ত সংসদের শীতকালীন অধিবেশন। ঝাঁজ বাড়ল তর্ক-বিতর্কের। নির্বাচনী সংস্কার নিয়ে আলোচনায় শাসক-বিরোধী জোরাল বাদানুবাদের সাক্ষী দেশের রাজনীতি। বিহার ভোটের আগে থেকেই ভোটার তালিকা নিয়ে নানা প্রশ্ন তুলেছিলেন রাহুল। সংসদে শীতকালীন অধিবেশনে তাই এ নিয়ে জোর বিতর্কেরই প্রত্যাশা ছিল রাজনৈতিক মহলের। নির্বাচনী সংস্কারের প্রশ্নে দুই পক্ষই যে জমি ছাড়তে নারাজ, তা এদিনের তর্কাতর্কিতে স্পষ্ট।