করোনা বিধি শিকেয়! ছট পুজো উপলক্ষ্যে জলসা চুঁচুড়ায়

ছটপুজো উপলক্ষ্যে নাচ গানের আসর হুগলি জেলার চুঁচুড়াতে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২০ ১৩:১৪
Share:

চুঁচুড়াতে জলসা। নিজস্ব চিত্র।

পশ্চিমবঙ্গে দৈনিক করোনা সংক্রমণ একটু কমলেও হুগলি জেলাতে তা বেড়েছে। এই পরিস্থিতিতেই ছটপুজো উপলক্ষ্যে নাচ গানের আসর হুগলি জেলার চুঁচুড়াতে। সেই ঘটনার ভিডিয়ো দেখিয়ে দিচ্ছে করোনা নিয়ে সতেচনতার অভাব।

Advertisement

ছটপুজো উপলক্ষ্যে চুঁচুড়ার সায়রা মোড়ে অনুষ্ঠিত হয়েছিল জলসা। মঞ্চে গান করছেন এক মহিলা। নীচে জড়ো হয়েছেন অগণিত দর্শক। তাঁদের কারও মুখেই নেই মাস্ক। এ ভাবে জড়ো হয়েই নাচ করছেন সকলে।

খোলা মঞ্চে এই ধরনের অনুষ্ঠানের অনুমতি এখনও দেওয়া হয়নি সরকারের তরফে। তার পরেও কেন এই বেনিয়ম। তা নিয়ে প্রশ্ন তুলছেন চুঁচুড়া শহরবাসী। পিপুলপাতির বাসিন্দা নিমাই দত্ত বলেছেন, ‘‘এত বড় জলসার অনুমতি কে দিল, কেন দিল, বুঝতে পারছি না। দেখে শুনে মনে হচ্ছে করোনা চলে গিয়েছে।’’

Advertisement

প্রসঙ্গত, সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমলেও হুগলিতে গত কয়েকদিনে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। বুধবার ২৪৫ জন নতুন করে আক্রান্ত হয়েছেন এই জেলাতে। লোকাল ট্রেন চালু হওয়ায় চিন্তা বেড়েছে। সামনে ছট, জগদ্ধাত্রী পুজো। সেই পরিস্থিতি এই ধরনের দায়িত্বজ্ঞানহীনতা বাড়াচ্ছে চিন্তা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement